ডি ব্রুইনার কাছে আরও যা চান পেপ গার্দিওলা
৪টি প্রিমিয়ার লিগ, ৫টি লিগ কাপ, ১টি করে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড, ১টি চ্যাম্পিয়নস লিগ, ৪ বার ম্যানচেস্টার সিটির মৌসুম–সেরা খেলোয়াড়, ২ বার প্রিমিয়ার লিগের মৌসুম–সেরা খেলোয়াড়, একবার ব্যালন ডি’অরের সেরা তিনে থাকা এবং আরও অনেক কিছু। একজন খেলোয়াড়ের এত অর্জনের পর আর যা-ই হোক, ফুটবলের মৌলিক বিষয়গুলো তাঁর ঠিকঠাক করা নিয়ে সন্দেহ করার সুযোগ নেই।
কিন্তু এখন কিনা সেই প্রশ্নই উঠেছে কেভিন ডি ব্রুইনাকে নিয়ে। অন্য কেউ নন, তুলেছেন খোদ ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। ডি ব্রুইনাকে অসাধারণ খেলোয়াড়ের স্বীকৃতি দেওয়ার পর তাঁকে তাগিদ দিয়েছেন মৌলিক বিষয়গুলোতে (যেমন বল পায়ে রাখা এবং গতিশীলতা বজায় রাখা) উন্নতি করার।
২০১৫ সালে ম্যান সিটিতে আসার পর থেকে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ডি ব্রুইনা। গত কয়েক বছরে ইংলিশ ফুটবলে ম্যান সিটির সাফল্যের অন্যতম নায়কদের একজনও ছিলেন এই বেলজিয়ান প্লেমেকার। এর মধ্যে সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার ও প্লেমেকারের স্বীকৃতিও আদায় করে নিয়েছেন ডি ব্রুইনা।
দুর্দান্ত পাস, চোখধাঁধানো ক্রস এবং প্রতিপক্ষ রক্ষণকে তটস্থ করে রেখে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণও দিয়েছেন বারবার। চলতি মৌসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ৫ গোলের সঙ্গে করেছেন ১৮টি অ্যাসিস্ট। কিন্তু এটুকুতেও সন্তুষ্ট নন গার্দিওলা।
বরং ফুটবলের মৌলিক বিষয়গুলোতে আরও উন্নতি দেখার কথা বলেছেন এই স্প্যানিশ কোচ। গার্দিওলা ৩১ বছর বয়সী ডি ব্রুইনার খেলায় এতটাই অখুশি যে প্রিমিয়ার লিগের শেষ ৭ ম্যাচের ৩টিতে শুরু করেছেন বেঞ্চ থেকে। আর নিউক্যাসলের বিপক্ষে তাঁকে নামিয়ে নেওয়া হয় ৬৫ মিনিটে। একাদশে ডি ব্রুইনার জায়গা যে নিশ্চিত নয়, সেটিও একরকম স্পষ্ট।
চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে ডি ব্রুইনাকে নিয়ে গার্দিওলা বলেছেন, ‘খেলার সহজ মৌলিক বিষয়গুলো ঠিকঠাক করা নিয়ে আমি তার সঙ্গে অনেকবার কথা বলেছি। গোলে সহায়তা করা, গোল করা এবং অন্য যে কারও চেয়ে ভালোভাবে পাস দেখতে পারায় সে অবিশ্বাস্য। কিন্তু আমি সব সময় বিশ্বাস করি যে সহজ বিষয়গুলো সে ভালোভাবে করতে পারে। যেমন বলের দখল হারিয়ে না ফেলা এবং গতিময়তা ধরে রাখা।’
গার্দিওলা আরও যোগ করে বলেছেন, ‘সহজ কাজগুলো ঠিকঠাক করো। আবার ভালোভাবে করো, বারবার করো। এটা ঠিকঠাক হলে, বাকি সব এর সঙ্গেই আসবে। যখন সহজ কাজগুলো নিখুঁতভাবে করা হবে, অন্য কাজগুলোও সহজ হবে এবং আরও ভালো হবে।’
লাইপজিগ ম্যাচের আগে নিজের খেলার ধরন নিয়ে কথা বলেছেন ডি ব্রুইনাও। গার্দিওলাকে ফিরতি বার্তা দিয়ে জবাবটা দিয়েছেন এভাবে,‘ফুটবলে কিংবা খেলায় যা কিছু করি না কেন, আমি সব সময় চায় সবকিছু শতভাগ নিখুঁতভাবে করতে। আমি শুদ্ধতাবাদী। যদি তেমন (শতভাগ দিতে না পারা) সময় আসে, আমি এটা নিয়ে ভাবব। কিন্তু এটা নিয়ে এ মুহূর্তে ভাবা জরুরি না।’