এবার গোল করিয়ে আল–নাসরকে জেতালেন রোনালদো

দুটি গোল করিয়েছেন রোনালদোছবি: টুইটার

আগের চার ম্যাচে ৫ গোল। সর্বশেষ ম্যাচেই আল–ওয়েহদার বিপক্ষে ৪ গোল করে গড়েছিলেন নতুন কীর্তি। সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর শুরুটা যে মন্দ হয়নি, তা বলতেই হবে। আল–তাউনের বিপক্ষে আজকের ম্যাচে রোনালদো গোল পাননি। তবে তাঁর জোড়া অ্যাসিস্টেই জিতেছে আল–নাসর। আল–তাউনকে হারিয়েছে ২-১ গোলে।

আরও পড়ুন

বল দখলে দুই দল সমানে সমান লড়লেও আল–তাউনের রক্ষণকে শুরু থেকেই চাপে রাখে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ম্যাচের পাঁচ মিনিটেই আল–নাসরকে এগিয়ে দিতে পারতেন রোনালদো। তবে বক্সের বাইরে থেকে তাঁর বাঁ পায়ের শট অল্পের জন্য পোস্ট মিস করে। ৫ মিনিট পর সুযোগটা পেয়েছিলেন আয়মান ইয়াহ। তবে তিনিও পোস্টে শট রাখতে পারেননি।

১৭ মিনিটে আবদুল রহমান ঘারিব রোনালদোর পাস থেকে প্রথম গোল করেন
ছবি: এএফপি

আল–নাসর এগিয়ে যায় ১৭ মিনিটে। নিজেদের অর্ধ থেকে আবদুল রহমান ঘারিবকে লম্বা পাস দেন রোনালদো। সেই পাস থেকে দলকে এগিয়ে দেন ঘারিব। ৩২ মিনিটে রোনালদো দলের ব্যবধানটা আরও বাড়াতে পারতেন। পর্তুগিজ তারকার এই শট পোস্টেও ছিল ঠিকই, তবে গোলরক্ষককে ফাঁকি দেওয়ার মতো যথেষ্ট ছিল না। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল–নাসর।

বিরতি থেকে ফিরে ম্যাচে আল-তাউনকে সমতায় ফেরান স্প্যানিশ ফুটবলার আলভারো মেদরান। মিনিট দুই পরেই রোনালদোর সামনে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছিল। এবারও কাজে লাগাতে পারেননি এই পর্তুগিজ তারকা। ৬৭ মিনিটে লিয়ান্দ্রে তায়াম্বা গোল করে আল–তাউনকে এগিয়ে দিয়েছিলেন। তবে ভিএআরে সেই গোল বাতিল হয়।

আরও পড়ুন

এরপর আবার আল–নাসরের ত্রাতা হয়ে আসেন রোনালদো। ম্যাচে এই পর্তুগিজ তারকার দ্বিতীয় অ্যাসিস্টে এগিয়ে যায় আল–নাসর। তাঁর সহায়তায় গোল পান আবদুল্লাহ মদু। এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আল–নাসর।