সম্প্রচার শেষ ১৮ ডিসেম্বর ২০২৩

চ্যাম্পিয়নস লিগ ড্র: বার্সেলোনার সামনে নাপোলি, রিয়ালের প্রতিপক্ষ লাইপজিগ

১১: ২৭ , ডিসেম্বর ১৮

শেষ ষোলোতে মুখোমুখি যারা

প্রথম আলো গ্রাফিকস

কেমন হলো শেষ ষোলোর ড্র, সবচেয়ে সহজ ও কঠিন প্রতিপক্ষ পেয়েছে কোন দল? আপনার মতামত জানাতে পারেন মন্তব্যের ঘরে।

১০: ৪৬ , ডিসেম্বর ১৮

ড্র-এর ধারাবিবরণীতে স্বাগতম

চ্যাম্পিয়নস লিগ ২০২৩-২৪ মৌসুমের শেষ ষোলোর ড্র আজ। সুইজারল্যান্ডের নিওনে হতে যাওয়া এই ড্র-তে জানা যাবে দ্বিতীয় রাউন্ডে কোন দল কোন দলের বিপক্ষে খেলবে। প্রথম আলোর পক্ষ থেকে ড্র-এর ধারাবিবরণীতে স্বাগতম।

১০: ৪৯ , ডিসেম্বর ১৮

জেনে নিন সবকিছু

ড্র কখন হবে, কীভাবে দেখবেন, দ্বিতীয় রাউন্ডে ওঠা ১৬টি দল কারা, খেলা হবে কবে, ড্রয়ের নিয়মকানুনই বা কী—জানতে পড়ুন এই লেখাটি

আরও পড়ুন
১০: ৫৯ , ডিসেম্বর ১৮

চ্যাম্পিয়ন কারা মনে আছে তো?

এই মৌসুমের নকআউট পর্বের লড়াই শুরুর আগে আরও একবার সর্বশেষ ফাইনালের জয়ীদের দেখে নিন

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যানচেস্টার সিটি। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে এ বছরের জুনে ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পেপে গার্দিওলার দল।
এএফপি
১১: ০০ , ডিসেম্বর ১৮

গ্রুপ পর্বে কারা কেমন খেললেন

১১: ০৭ , ডিসেম্বর ১৮

মঞ্চ তৈরি

মঞ্চ তৈরি। ড্র অনুষ্ঠান পরিচালনা করবেন উয়েফার উপ-মহাসচিব জর্জিও মার্কেত্তি। তাঁর সঙ্গে আছেন কিংবদন্তি চেলসি ডিফেন্ডার ও ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ী জন টেরি। তার আগে শেষ ষোলোর দলগুলোকে আরও একবার দেখে নিন।

১১: ১৩ , ডিসেম্বর ১৮

পোর্তো-আর্সেনাল

সবার আগে নিশ্চিত হলো পোর্তো-আর্সেনালের মুখোমুখি হওয়া

১১: ১৪ , ডিসেম্বর ১৮

নাপোলি-বার্সেলোনা

গত মৌসুমে ইতালির চ্যাম্পিয়ন নাপোলি খেলবে ইউরোপের পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে

১১: ১৫ , ডিসেম্বর ১৮

পিএসজি-রিয়াল সোসিয়াদাদ

রিয়ালকে পেয়েছে পিএসজি, তবে মাদ্রিদ নয়, সোসিয়েদাদ

১১: ১৭ , ডিসেম্বর ১৮

ইন্টার মিলান-আতলেতিকো মাদ্রিদ

তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে তিনবারের ফাইনালিস্ট আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

১১: ১৭ , ডিসেম্বর ১৮

পিএসভি-বরুসিয়া ডর্টমুন্ড

১৯৯৬-৯৭ সালের চ্যাম্পিয়ন ডর্টমুন্ড খেলবে পিএসভির বিপক্ষে

১১: ১৮ , ডিসেম্বর ১৮

লাৎসিও-বায়ার্ন মিউনিখ

১৯৯৯-০০ মৌসুমের কোয়ার্টার ফাইনালিস্ট লাৎসিও খেলবে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নের বিপক্ষে

১১: ১৮ , ডিসেম্বর ১৮

কোপেনহেগেন-ম্যানচেস্টার সিটি

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পেল কিছুটা দুর্বল দল কোপেনহেগেনকে। এর আগে কখনো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পেরোয়নি কোপেনহেগেন।

১১: ১৮ , ডিসেম্বর ১৮

লাইপজিগ-রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ খেলবে ২০১৯-২০ মৌসুমের সেমিফাইনালিস্ট লাইপজিগের বিপক্ষে

১১: ৩৭ , ডিসেম্বর ১৮

কবে শুরু শেষ ষোলোর খেলা 

আরও একবার মনে করিয়ে দিচ্ছি। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ হবে ফেব্রুয়ারির ১৩, ১৪, ২০ ও ২১ তারিখে এবং মার্চের ৫, ৬, ১২, ১৩ তারিখে দ্বিতীয় লেগ।