আর্জেন্টিনার অলিম্পিক শুরু আজ, প্রতিপক্ষ মরক্কো

আর্জেন্টিনা অলিম্পিক দলের অনুশীলনে হুলিয়ান আলভারেজএক্স/আর্জেন্টাইন এফএ

প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক শুরু ২৬ জুলাই। তবে ফুটবলের লড়াই শুরু হয়ে যাচ্ছে আজই। প্রথম দিনই মাঠে নামছে দুইবারের সোনাজয়ী আর্জেন্টিনা, প্রতিপক্ষ আফ্রিকান দেশ মরক্কো। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হবে। দিনের অন্য ম্যাচে স্পেন খেলতে নামবে উজবেকিস্তানের বিপক্ষে।

অলিম্পিকে অনূর্ধ্ব–২৩ বছর বয়সীরা খেললেও তিনজন বেশি বয়সী খেলতে পারেন। আর্জেন্টিনা দলে বেশি বয়সী হিসেবে আছেন বিশ্বকাপজয়ী তিন ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুই। মরক্কো দলে বেশি বয়সী হিসেবে আছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি, সোফিয়ানে রাহিমি ও মুনির এল কাজুই।

আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারও ছেলেদের ফুটবল ইভেন্টে খেলছে ১৬টি দল। ৪ গ্রুপে বিভক্ত দলগুলোর মধ্যে আর্জেন্টিনা ও মরক্কো আছে ‘বি’–তে। গ্রুপের অপর দুই দল ইরাক ও ইউক্রেন। আর্জেন্টিনা অলিম্পিকে সোনা জিতেছিল ২০০৪ এথেন্স ও ২০০৮ বেইজিং আসরে। দুটি আসরেরই দলে থাকা হাভিয়ের মাচেরানো এবারের দলটির কোচ।

ফিফা ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার প্রত্যাশা কী প্রশ্নে তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আসার সময় প্রত্যাশা খুবই উঁচু থাকে। আমাদের প্রত্যাশা ভালো একটা টুর্নামেন্ট খেলা। আমরা স্কোয়াডের প্রস্তুতিতে অনেক সময় ব্যয় করেছি। এখন আমরা প্রথম ম্যাচের অপেক্ষায় আছি।’

আরও পড়ুন

গ্রুপে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ প্রথম ম্যাচের মরক্কোই। কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। গত বছরের মাঝামাঝিতে হওয়া অনূর্ধ্ব–২৩ আফ্রিকা কাপ অব নেশনসে চ্যাম্পিয়ন হয়েই অলিম্পিকে জায়গা করেছে তারা। বিপরীতে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব পেরিয়ে এসেছে প্যারাগুয়ের পর দ্বিতীয় স্থানে থেকে।

মাচেরানো অবশ্য তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলে থাকায় কিছুটা চাপমুক্তই বোধ করছেন হয়তো, ‘ওদের দলে থাকা অনেক কিছুই। এরই মধ্যে বিশ্বকাপ জিতেছে। অভিজ্ঞতাও অনেক। শুধু জাতীয় দলেই নয়, আন্তর্জাতিক ফুটবলেও। ওদের দলে নেওয়ার পেছনে ভাবনাটা ছিল যেন মাঠের প্রতিটি অংশে (গোলকিপিং, রক্ষণ ও আক্রমণভাগ) অভিজ্ঞ কেউ থাকে। রুই এবং ওতামেন্দি নেতৃস্থানীয় ভূমিকা রাখতে পারবে।’

আরও পড়ুন