জানুয়ারিতে খেলার চাপে পিষ্ট হতে যাচ্ছে রিয়াল, লড়তে হতে পারে শিরোপার জন্যও

জানুয়ারিতে রিয়ালকে খেলতে হতে পারে ৯ ম্যাচএক্স

ফুটবলারদের মানসিক স্বাস্থ্য, অতিরিক্ত ম্যাচ খেলার ক্লান্তি এবং একের পর এক চোটে পড়ার ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে প্রচুর কথা শোনা যাচ্ছে। তবে এত সমালোচনাতেও খুব একটা লাভ হচ্ছে না। দিন দিন ম্যাচ খেলার চাপ বেড়েই চলেছে। ইউরোপের শীর্ষ লিগগুলোয় এক মাসে ৬-৭-৮টি করে ম্যাচ প্রায় নিয়মিতই খেলতে হয়।

জানুয়ারিতেও যেমন দলগুলোকে খেলতে হবে প্রচুর ম্যাচ। তবে এই মাসে ম্যাচ খেলার সবচেয়ে বড় ঝড়টা যেতে পারে রিয়াল মাদ্রিদের ওপর। ইউরোপ–সেরা রিয়ালকে এই এক মাসেই খেলতে হতে পারে ৯টি ম্যাচ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই ৯ ম্যাচের একটি হতে পারে শিরোপা নির্ধারণী লড়াই।

৪ জানুয়ারি ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে বছর শুরু করবে রিয়াল। সব মিলিয়ে এই এক মাসে রিয়াল লিগ ম্যাচ খেলবে ৩টি। অন্য দুটি ম্যাচ হচ্ছে মায়োর্কা এবং ভায়াদোলিদের বিপক্ষে। লা লিগার বাইরে মাদ্রিদের ক্লাবটি দুটি ম্যাচ খেলবে চ্যাম্পিয়নস লিগে।

আরও পড়ুন

এরপর একটি করে ম্যাচ আছে স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রেতে। তবে সব ঠিকঠাক থাকলে সুপার কাপ এবং কোপা দেল রের ম্যাচে একটির জায়গায় দুটিও হয়ে যেতে পারে। তাতে ৭ থেকে ৯ হয়ে যাবে ম্যাচের সংখ্যা।  

কোপা দেল রের তৃতীয় রাউন্ডে ৬ জানুয়ারি রিয়াল খেলবে দেপোর্তিভো মিনেরার সঙ্গে। এর তিন দিন পর সৌদি আরবে সুপার কাপের সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ মায়োর্কা। অঘটন না ঘটলে এই ম্যাচটি রিয়ালের সহজেই জেতার কথা। সে ক্ষেত্রে তিন দিন পর ফাইনাল খেলার জন্য অর্থাৎ শিরোপা লড়াইয়ে মাঠে নামতে হবে তাদের। এই ম্যাচ জিতলে ফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও ও বার্সেলোনা ম্যাচের জয়ী দল।

জানুয়ারিতেই হতে পারে রিয়ালের আরেকটি শিরোপা উৎসব
এক্স

অন্য দিকে মিনেরার বিপক্ষে কাঙ্ক্ষিত জয়টি পেলে রিয়াল কোপা দেল রের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলবে ১৫ বা ১৬ জানুয়ারি। রিয়ালের ক্লান্তিকর এই দীর্ঘশ্বাস আরও বাড়বে ম্যাচের ভেন্যুগুলোর দিকে তাকালে। সম্ভাব্য এই ৯ ম্যাচের মাত্র ২টি তারা খেলবে ঘরের মাঠে। বাকিগুলো সব ঘরের বাইরে।

এমনকি সুপার কাপ খেলতে তাদের যেতে হবে সৌদি আরবে। অর্থাৎ ম্যাচ খেলার ক্লান্তির সঙ্গে যুক্ত হবে ভ্রমণ ক্লান্তিও। এর আগে গত সেপ্টেম্বরে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ম্যাচ কমালে খেলোয়াড়রা বেতন কমাতে রাজি। ফলে অতিরিক্ত এই সূচি নিশ্চিতভাবে রিয়াল খেলোয়াড়দের বিরক্তির কারণ হবে। তবে এরপরও রিয়াল নিশ্চিতভাবে জানুয়ারির কোনো ম্যাচই হারতে চাইবে না। মৌসুমের বাকি পথের সুরটা যে এই মাসটাই বেঁধে দেবে।

আরও পড়ুন

রিয়ালের জন্য স্বস্তি হচ্ছে রোলারকোস্টার এই যাত্রা শুরুর আগে কয়েক দিনের বিরতি পাচ্ছে তারা। তবে সেখানেও খেলোয়াড়দের ওপর নজর রাখছেন কোচ কার্লো আনচেলত্তি। এই বিরতিতে নিজের প্রত্যাশা নিয়েও কথা বলেছেন তিনি, ‘প্রথমত আমাদের বিশ্রাম দরকার।

আমরা খেলোয়াড়দের ব্যক্তিগত পর্যায়ে তিনটি করে অনুশীলন সেশন দিয়েছি। আমি মনে করি, তারা ভালোভাবে ফিরে আসবে এবং এক সপ্তাহের মধ্যে ফিটনেস হারাবে না। তাদের আরাম দরকার। পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার এবং ফিরে আসার পর প্রস্তুত থাকা দরকার। খুব শিগগিরই আমাদের ম্যাচ আছে, ৩ জানুয়ারি ভ্যালেন্সিয়ার বিপক্ষে।’

আরও পড়ুন

জানুয়ারিতে রিয়ালের সম্ভাব্য ৯ ম্যাচ

*কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপে প্রথম দুটি ম্যাচে জিতলে পরের ম্যাচ দুটি খেলার যোগ্যতা অর্জন করবে রিয়াল।