২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে গত রাতের কোন ম্যাচে কী ঘটেছে

কেমন হলো গত রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো? যে চারটা গ্রুপের খেলা হয়েছে, সেখানে কোন দলের কী অবস্থান—

গ্রুপ ‘এ’

লিভারপুল ২: ১ আয়াক্স

মোহাম্মদ সালাহর গোলে ১৭ মিনিটেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। মোহাম্মদ কুদুসের গোলে আয়াক্স সমতা ফেরায় এর মিনিট দশেক পরে। তারপর ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচটা। তবে ৮৯ মিনিটে জোয়েল মাতিপের হেডে এবারের চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের স্বাদ পায় ইয়ুর্গেন ক্লপের দল। দুই ম্যাচে আয়াক্সের এটি প্রথম হার।


জেনে রাখা ভালো: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজের সর্বশেষ ৯ ম্যাচে ৯ গোল সালাহর।

হেডে গোলের পর মাতিপকে নিয়ে সতীর্থদের উদ্‌যাপন
উয়েফা
গ্রুপ ‘এ’ পয়েন্ট তালিকা
আরও পড়ুন

গ্রুপ ‘বি’

পোর্তো ০: ৪ ব্রুগা

টানা দুই জয়ে দ্বিতীয় রাউন্ডের পথে বেশ এগিয়ে গেল বেলজিয়ামের ক্লাব ব্রুগা। আগের ম্যাচে লেভারকুসেনকে ১-০ গোলে হারানোর পর গত রাতে পোর্তোর জালে ৪ গোল দিয়েছেন ব্রুগা। একটা করে গোল করেছেন ফেরান জুৎগ্লা, সোয়াহ, স্কভ ওলসেন ও ১৭ বছর বয়সী আন্তোনিও নুসা।

জেনে রাখা ভালো: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া প্রথম বেলজিয়ান ক্লাব ব্রুগা।

লেভারকুসেন ২: ০ আতলেতিকো মাদ্রিদ

আগের ম্যাচে আতলেতিকো শেষ মুহূর্তে গোল করে জিতেছিল পোর্তোর সঙ্গে। কাল সেই আতলেতিকোর জালে শেষ মুহূর্তে ২ গোল করে জিতেছে লেভারকুসেন। ৮৪ ও ৮৭ মিনিটে গোল দুটি করেছেন অ্যান্ডরিখ ও দিয়াবি।

জেনে রাখা ভালো: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের  মাঠে সর্বশেষ ৬ ম্যাচের ৫টিতে জিতেছে লেভারলুসেন, ড্র করেছে অন্যটি।

গ্রুপ ‘বি’ পয়েন্ট তালিকা

গ্রুপ ‘সি’

প্লজেন ০: ২ ইন্টার মিলান

এডিন জেকো
টুইটার

এডিন জেকো একটি গোল করেছেন, ডেনজেল ডামফ্রাইসকে দিয়ে করিয়েছেন আরও একটি। আর তাতেই প্লজেনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইন্টার মিলান। ৬১ মিনিটে পাভেল বুচা লাল কার্ড দেখায় ম্যাচের বাকি সময়টা ১০ জন নিয়ে খেলেছে প্লজেন।

জেনে রাখা ভালো: ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্লজেনের বিপক্ষে ৯ ম্যাচে ৬ গোল জেকোর। প্লজেনের মাঠে এটি ইতালিয়ান কোনো ক্লাবের প্রথম জয়।

বায়ার্ন ২: ০ বার্সেলোনা

গোলের পর লেরয় সানে
টুইটার

লেভানডফস্কির মিউনিখে ‘প্রত্যাবর্তন’ সুখকর হলো না মোটেও। বার্সেলোনার জার্সিতে সহজ সুযোগ পেয়েও লেভা কাজে লাগাতে পারেননি। ওদিকে লুকা হার্নান্দেজ ও লেরয় সানের গোলে বায়ার্ন মিউনিখ জিতে নেয় ম্যাচ। জার্মান চ্যাম্পিয়নদের কাছে এটি বার্সেলোনার টানা পঞ্চম হার।

জেনে রাখা ভালো: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের মাঠে বায়ার্নের সর্বশেষ ৪ ম্যাচেই গোল করেছেন সানে।

গ্রুপ ‘সি’ পয়েন্ট তালিকা
আরও পড়ুন

গ্রুপ ‘ডি’

স্পোর্তিং লিসবন ২: ০ টটেনহাম

গোলের পর আর্থার গোমেজ
টুইটার

নিজেদের ১১৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে জয় পেল পর্তুগালের স্পোর্তিং লিসবন। নিজেদের মাঠে ম্যাচে দুটি গোল করেছে লিসবন, দুটিই যোগ হওয়া সময়ে। গোলদাতা—পলিনিও ও আর্থার গোমেজ।

জেনে রাখা ভালো:  ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ৬ ম্যাচে জয়হীন টটেনহাম।

আরও পড়ুন

মার্শেই ০: ১ ফ্রাঙ্কফুর্ট

প্রথমার্ধের শেষ দিকে জেসপার লিন্ডসট্রমের একমাত্র গোলটাই শেষ পর্যন্ত ম্যাচে দুই দলের ব্যবধান হয়ে গেছে। মার্শেইয়ের এটি টানা দ্বিতীয় হার, ফ্রাঙ্কফুর্টের প্রথম জয়।

জেনে রাখা ভালো: ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ৭ ম্যাচে অপরাজিত ফ্রাঙ্কফুর্ট।

গ্রুপ ‘ডি’ পয়েন্ট তালিকা
আরও পড়ুন