ইউরোয় গোলশূন্য ড্র দেখা গেছে ২১তম ম্যাচে। ফ্রান্স ও নেদারল্যান্ডসের ম্যাচে গতকাল রাতে গোল করতে পারেনি কোনো দলই। তবে এর আগে হওয়া ২০ ম্যাচের প্রতিটিতে মিলেছিল গোলের দেখা। কোপা আমেরিকায় অবশ্য দ্বিতীয় ম্যাচেই দেখা গেল গোলশূন্য ড্র। আজ ভোরে গ্রুপ ‘এ’তে পেরু ও চিলির ম্যাচে গোল পায়নি কোনো দলই। এই ড্রয়ে শেষ হলো ২০ বছরের এক ধারাও।
গত ২০ বছরে পেরু ও চিলির মুখোমুখি হওয়া কোনো ম্যাচই ড্রয়ে নিষ্পত্তি হয়নি। ২০ বছরের মধ্যে এই প্রথম ড্র দেখল দুই দল। মুখোমুখি দ্বৈরথে এটি অবশ্য দুই দলের ষষ্ঠ গোলশূন্য ড্র। এর আগে সর্বশেষ পেরু–চিলির ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল ১৯৮৯ সালে।
এই ড্রয়ে গ্রুপ ‘এ’তে নিজেদের সম্ভাবনা ভালোভাবেই বাঁচিয়ে রাখল এ দুই দল। এই গ্রুপের প্রথম ম্যাচে গতকাল কানাডাকে ২–০ গোালে হারিয়েছিল আর্জেন্টিনা। যারা এই মুহূর্তে গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে। মূলত আর্জেন্টিনার বিপক্ষে পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে এই গ্রুপে অন্য তিন দলের ভাগ্য।
টেক্সাসে দাপটের সঙ্গেই ম্যাচ শুরু করে পেরু। শুরুতে চিলিকে চাপেও রাখে তারা। তবে ঘুরে দাঁড়িয়ে খুব দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চিলি। ম্যাচজুড়ে আক্রমণ ও সুযোগ তৈরিতেও পেরুর ওপর আধিপত্য দেখিয়েছে চিলি। ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখে ১১টি শট নেয় চিলি।
তবে লক্ষ্যে রাখতে পেরেছে শুধু একটি শট। অন্যদিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা পেরু ৭টি শট নিয়ে ৪টিই লক্ষ্যে রাখে। তবে দুই দলের কোনো প্রচেষ্টায় শেষ পর্যন্ত গোলে রূপান্তরিত হয়নি। ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
আগামী বুধবার চিলি নিজেদের পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। একই দিন অন্য ম্যাচে পেরুর প্রতিপক্ষ কানাডা।