২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আরও এক বছরের জন্য কাবরেরার সঙ্গে চুক্তি বাফুফের

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরাছবি: প্রথম আলো

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ৭ ডিসেম্বর জাতীয় দলসংক্রান্ত কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়। এরপর আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, আরও এক বছরের জন্য জামাল ভূঁইয়াদের কোচের দায়িত্বে থাকছেন এই স্প্যানিশ কোচ।

কাজী নাবিল বলেছেন, ‘হাভিয়ের কাবেররা এক বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর সঙ্গে আমরা আবারও আলোচনা করেছি এবং তাঁর পারফরম্যান্সের বিভিন্ন দিক পর্যালোচনা করে জাতীয় দল কমিটি গত মাসে সিদ্ধান্ত নেয় যে তাঁর সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হবে। এরই মধ্যে তাঁর কাছে একটা চুক্তিপত্র পাঠিয়েছিলাম। সেটা নবায়ন করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে সই করা হয়েছে।’

আরও এক বছরের জন্য জামাল ভূঁইয়াদের কোচের দায়িত্বে থাকছেন কাবরেরা
ছবি: প্রথম আলো

ছুটি কাটিয়ে গতকাল বাংলাদেশে পৌঁছেছেন কাবরেরা। ঘরোয়া ফুটবলে এই মুহূর্তে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ একই সঙ্গে চলছে।

ঘরোয়া ফুটবলের সঙ্গে সমন্বয় রেখেই জাতীয় দলের জন্য পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন কাজী নাবিল, ‘এ বছর অনেক গুরুত্বপূর্ণ খেলা আছে আমাদের। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের খেলা আছে, ফিফা উইন্ডোতেও খেলবে বাংলাদেশ। চলমান লিগ ও ফেডারেশন কাপের সঙ্গে জাতীয় দলের প্রস্তুতির কাজও আশা করি অব্যাহত রাখতে পারব। হাভিয়েরের সঙ্গে আলোচনা করে জাতীয় দল কমিটির পক্ষ থেকে এসব বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেই অনুযায়ী এই বছর জাতীয় দলের বিভিন্ন কাজ এগিয়ে যাবে।’

আরও পড়ুন

নতুন করে চুক্তি বাড়ানোয় খুশি কাবরেরা, ‘বাফুফে আমার সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানোয় আমি খুব খুশি ও রোমাঞ্চিত। এ জন্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল ও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে ধন্যবাদ। মার্চে আমাদের ফিফা উইন্ডোতে ঘরের মাটিতে খেলা আছে। সেটা নিয়েই দ্রুত কাজ শুরু করতে চাই আমি।’

আরও পড়ুন

মার্চ থেকে নভেম্বর পর্যন্ত পাঁচটি ফিফা উইন্ডো রয়েছে। প্রথমটি ২০ থেকে ২৮ মার্চ। এ সময় ঘরের মাঠে প্রীতি ম্যাচ আয়োজন করবে বাফুফে। যদিও কোন দেশের সঙ্গে, এখনও তা চূড়ান্ত হয়নি। এরপর দ্বিতীয় উইন্ডো থাকছে ১২ থেকে ২০ জুন। এ বছর ১২-১৭ অক্টোবর হবে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম রাউন্ডের খেলা। সাফ চ্যাম্পিয়নশিপও হবে এ বছর।