আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ কবে, কখন

আর্জেন্টিনার অনুশীলনে লিওনেল মেসিএএফপি

ক্লাব ফুটবলে আপাতত বিরতি। আগামী কদিন ফুটবল দুনিয়ার চোখ থাকবে আন্তর্জাতিক ফুটবলে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব এবং ইউরোপের নেশনস লিগের ম্যাচগুলোর দিকেই নজর থাকবে বেশি। যেখানে মাঠের লড়াইয়ে দেখা যাবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও ইতালির মতো শীর্ষ দলগুলোকে।

বিশ্ব ফুটবলের শীর্ষ দলগুলোর মধ্যে ব্রাজিলই বোধ হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ৫ বারের বিশ্বকাপজয়ী দলটি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় ব্রাজিলের হতাশাজনক যাত্রা। এরপর একের পর এক ম্যাচে ব্যর্থতার পাশাপাশি কোচ নিয়ে জটিলতায় পড়ে দলটি। পরে দরিভাল জুনিয়রকে স্থায়ীভাবে নিয়োগ দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল।

ব্রাজিলের অনুশীলনে এনদ্রিক
সিবিএফ

শুরুটা ভালোই করেছিলেন এই কোচ। কিন্তু কোপা আমেরিকায় ব্যর্থতা আবারও ব্রাজিলকে চাপে ফেলে দিয়েছে। এরপর সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও হেরেছে দলটি। এখন ব্রাজিলের সামনে সুযোগ পরবর্তী দুই ম্যাচ দিয়ে জয়ে ফেরার। তবে এখানেও আছে বিপত্তি। এই ম্যাচগুলোর আগে দলের সেরা তারকাদের অনেককেই পাচ্ছে না ব্রাজিল। যে তালিকায় আছেন নেইমার, ভিনিসিয়ুস, আলিসন ও মিলিতাওয়ের মতো তারকা। এখন ভঙ্গুর দল নিয়ে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

ব্রাজিলের ম্যাচ

ব্রাজিলের উল্টোরথে আর্জেন্টিনা এই মুহূর্তে দারুণ ছন্দে আছে। বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা। সর্বশেষ ম্যাচে অবশ্য কলম্বিয়ার বিপক্ষে ২–১ গোলে হেরেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে আর্জেন্টিনার জন্য সুখবর লিওনেল মেসি চোট কাটিয়ে দলে ফিরেছেন। তাঁর ফেরা নিশ্চিতভাবেই আর্জেন্টিনাকে বাড়তি অনুপ্রেরণা দেবে।

আর্জেন্টিনার ম্যাচ

আরও পড়ুন

নেশনস লিগে নিজেদের গ্রুপে তিন ম্যাচ খেলে ২ জয় ও ১ ড্র নিয়ে শীর্ষে আছে জার্মানি। দুইয়ে থাকা নেদারল্যান্ডসের পয়েন্টও অবশ্য জার্মানির সমান ৭। তবে জার্মানি গোল ব্যবধানে ডাচদের চেয়ে এগিয়ে আছে। লম্বা সময়ের ব্যর্থতার পর ইউলিয়ান নাগেলসমানের অধীনে সাফল্যের পথে ফেরার চেষ্টা করছে জার্মানি। ইউরোতে সেমিফাইনালে গিয়ে থেমে যায় জার্মানদের দৌড়। তবে নেশনস লিগ দিয়ে এখন দল গোছানোর চেষ্টা করছেন নাগলসমান। আন্তর্জাতিক বিরতিতে বসনিয়া হার্জেগোভিনা ও নেদারল্যান্ডসের বিপক্ষেও জয়ের চেষ্টা করবে তারা।

জার্মানির ম্যাচ

অনুশীলনে ফ্রান্স
এএফপি

ফ্রান্সের জন্য সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিটা ছিল অম্লমধুর। প্যারিসে ইতালির কাছে ৩–১ গোলে হেরে যায় দিদিয়ের দেশমের দল। তবে পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২–০ গোলে জিতে জয়ে ফেরে তারা। দুই ম্যাচ শেষে ইতালির পরেই ফ্রান্সের অবস্থান। ২ ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি আর এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফ্রান্স। এই আন্তজার্তিক বিরতিতে ফ্রান্স খেলবে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে।

ফ্রান্সের ম্যাচ

আরও পড়ুন

ইউরোতে ব্যর্থ ইতালি এখন চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর। সেপ্টেম্বরে ফ্রান্সকে হারিয়ে দাপট ফিরে পাওয়ার ইঙ্গিতও দিয়েছে তারা। যদিও পথটা এখনো দীর্ঘ এবং ধারাবাহিকতা ধরে রাখাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। ইতালি ধারাবাহিকতা প্রমাণের বড় সুযোগ হতে পারে এবারের আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলো। প্রথম ম্যাচে বেলজিয়াম এবং পরের ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হবে তার।

ইতালির ম্যাচ

ম্যাচ আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালেরও
এএফপি

ইউরোর ব্যর্থতা কাটিয়ে পর্তুগালের জার্সিতে প্রত্যাবর্তনের চেষ্টায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নেশনস লিগে আগের দুই ম্যাচের দুটিতেই পর্তুগালের জয়ে গোল করেছিলেন ‘সিআর সেভেন’। আল নাসরের হয়েও রোনালদো আছেন গোলের ধারায়। এবারের আন্তর্জাতিক বিরতিতেও ভক্ত–সমর্থকদের চোখ থাকবে রোনালদোর ওপর। এক হাজারের গোলের সন্ধানে থাকা রোনালদো আরেকটু কাছে যেতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা। বর্তমানের রোনালদোর গোলসংখ্যা ৯০৫।

পর্তুগালের ম্যাচ

আরও পড়ুন