বিশ্বকাপের সবচেয়ে দামি দল কোনটি
তারকাখ্যাতিতে এগিয়ে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোই। তবে দলবদল বাজারে এই মুহূর্তের সবচেয়ে দামি খেলোয়াড় তাঁরা নন। কাতার বিশ্বকাপে যাঁরা মাঠে নামছেন, তাঁদের মধ্যে বাজারমূল্যে সবার চেয়ে এগিয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, মূল্য ১৬০ মিলিয়ন ইউরো।
ব্যক্তির বাজারমূল্যের মতো অবস্থা দলগতেও। বিশ্বকাপ জয়ের প্রধানতম ফেবারিট হলেও সবচেয়ে দামি দল নয় ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা জার্মানি। স্কোয়াডে থাকা ২৬ সদস্যের বর্তমান বাজারমূল্যে সবচেয়ে দামি দল ইংল্যান্ডের।
দ্বিতীয় অবস্থানেই আছে ব্রাজিল। উল্টো দিকে সবচেয়ে কম দামি দল কাতার আর অস্ট্রেলিয়া। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে কার মোট বাজারমূল্য কত, ট্রান্সফারমার্কেটের সৌজন্যে দেখে নেওয়া যাক—
১. ইংল্যান্ড
বাজারমূল্য: ১.২৬ বিলিয়ন ইউরো
দামি খেলোয়াড়: ফিল ফোডেন (১১ কোটি)
দামি ফরোয়ার্ড: হ্যারি কেইন (৯ কোটি)
দামি মিডফিল্ডার: ফিল ফোডেন
দামি ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড (৭ কোটি)
দামি গোলকিপার: অ্যারন রামসডেল (৩ কোটি)
২. ব্রাজিল
বাজারমূল্য: ১.১৪ বিলিয়ন ইউরো
দামি খেলোয়াড়: ভিনিসিয়ুস জুনিয়র (১২ কোটি)
দামি ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র
দামি মিডফিল্ডার: ব্রুনো গিমারেস (৬ কোটি)
দামি ডিফেন্ডার: মারকিনিওস (৭ কোটি)
দামি গোলকিপার: আলিসন (৫ কোটি)
৩. ফ্রান্স
বাজারমূল্য: ১.০৮ বিলিয়ন ইউরো
দামি খেলোয়াড়: কিলিয়ান এমবাপ্পে (১৬ কোটি)
দামি ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে
দামি মিডফিল্ডার: অরলিয়েঁ চুয়ামেনি (৮ কোটি)
দামি ডিফেন্ডার: জুলস কুন্দে (৬ কোটি)
দামি গোলকিপার: আলফোঁস আরেওলা (৮ কোটি)
৪. পর্তুগাল
বাজারমূল্য: ৯৩৭ মিলিয়ন ইউরো
দামি খেলোয়াড়: রাফায়েল লিয়াও (৮ কোটি ৫০ লাখ)
দামি ফরোয়ার্ড: রাফায়েল লিয়াও
দামি মিডফিল্ডার: বের্নার্দো সিলভা (৮ কোটি)
দামি ডিফেন্ডার: রুবেন দিয়াজ (৭ কোটি ৫০ লাখ)
দামি গোলকিপার: দিয়েগো কস্তা (৩ কোটি ৫০ লাখ)
৫. স্পেন
বাজারমূল্য: ৯০২ মিলিয়ন ইউরো
দামি খেলোয়াড়: পেদ্রি (১০ কোটি)
দামি ফরোয়ার্ড: আনসু ফাতি (৫ কোটি)
দামি মিডফিল্ডার: পেদ্রি
দামি ডিফেন্ডার: পাউ তোরেস (৫ কোটি)
দামি গোলকিপার: রবার্ত সানচেজ (৩ কোটি ২০ লাখ)
৬. জার্মানি
বাজারমূল্য: ৮৮৫.৫ মিলিয়ন ইউরো
দামি খেলোয়াড়: জামাল মুসিয়ালা (১০ কোটি)
দামি ফরোয়ার্ড: লিরয় সানে (৭ কোটি)
দামি মিডফিল্ডার: জামাল মুসিয়ালা
দামি ডিফেন্ডার: অ্যান্টনিও রুডিগার (৪ কোটি)
দামি গোলকিপার: মার্ক–আন্দ্র টের স্টেগান (৩ কোটি)
৭. আর্জেন্টিনা
বাজারমূল্য: ৬৫২ মিলিয়ন ইউরো
দামি ফরোয়ার্ড: লাওতারো মার্তিনেজ (৭ কোটি ৫০ লাখ)
দামি ফরোয়ার্ড: লাওতারো মার্তিনেজ
দামি মিডফিল্ডার: রদ্রিগো দি পল (৩ কোটি ৫০ লাখ)
দামি ডিফেন্ডার: লিসান্দ্রো মার্তিনেজ (৫ তোটি)
দামি গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (২ কোটি ৫০ লাখ)
৮. নেদারল্যান্ডস
বাজারমূল্য: ৫৮৭.২৫ মিলিয়ন ইউরো
দামি খেলোয়াড়: মাথিয়াস ডি লিখট (৭ কোটি)
দামি ফরোয়ার্ড: কোডি গাকপো (৪ কোটি ৫০ লাখ)
দামি মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি ইয়ং (৫ কোটি)
দামি ডিফেন্ডার: মাথিয়াস ডি লিখট
দামি গোলকিপার: জাস্টিন বাইলোভ (১ কোটি ৩০ লাখ)
৯. বেলজিয়াম
বাজারমূল্য: ৫৬৩.২ মিলিয়ন
দামি খেলোয়াড়: কেভিন ডি ব্রুইনা (৮ কোটি)
দামি ফরোয়ার্ড: রোমেলু লুকাকু (৫ কোটি ৫০ লাখ)
দামি মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা
দামি ডিফেন্ডার: টিমোথি কাস্তানিয়ে (২ কোটি ৮০ লাখ)
দামি গোলকিপার: থিবো কোর্তোয়া (৬ কোটি)
১০. উরুগুয়ে
বাজারমূল্য: ৪৪৯.৭ মিলিয়ন ইউরো
দামি খেলোয়াড়: ফেদেরিকো ভালভের্দে (১০ কোটি)
দামি ফরোয়ার্ড: দারউইন নুনিয়েজ (৭ কোটি)
দামি মিডফিল্ডার: ফেদেরিকো ভালভের্দে
দামি ডিফেন্ডার: রোনাল্ড আরাউহো (৬ কোটি)
দামি গোলকিপার: সের্হিও রোচেত (৪ কোটি)
তালিকার ১১ থেকে ১৫তম স্থানে যথাক্রমে ক্রোয়েশিয়া (৩৭৭ মিলিয়ন), সার্বিয়া (৩৫৯.৫ মিলিয়ন), ডেনমার্ক (৩৫৩ মিলিয়ন), সেনেগাল (২৮৮ মিলিয়ন) ও সুইজারল্যান্ড (২৮১ মিলিয়ন)।
নিচের দিক থেকে সবচেয়ে কম দামি তিনটি দেশ হচ্ছে কাতার (১৪.৯ মিলিয়ন), অস্ট্রেলিয়া (৩৮.৩৪ মিলিয়ন) ও ইরান (৫৯.৫৩ মিলিয়ন)।