২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বেনফিকায় ফিরে ইউরোপিয়ান চক্রপূরণ দি মারিয়ার

আনহেল দি মারিয়াছবি: ইনস্টাগ্রাম

তিক্ত স্বাদ নিয়েই গত মাসে জুভেন্টাস ছেড়েছেন আনহেল দি মারিয়া। এক বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেওয়ার পর কোনো শিরোপা জিততে পারেননি। এরপর থেকেই তাঁকে ঘিরে গুঞ্জন শুরু হয়েছিল।

লিওনেল মেসি যে ক্লাবে যোগ দিচ্ছেন সেই ইন্টার মায়ামির পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। কিন্তু আর্জেন্টাইন তারকা ভেবে রেখেছিলেন অন্য কিছু। মায়ামির সহমালিক হোর্হে মাসের কথায়ও সেই ইঙ্গিত ছিল, ‘আমরা দি মারিয়ার সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু সে সম্ভবত অন্য কোনো ক্লাবে যোগ দেবে।’ তখনই প্রশ্ন উঠেছিল, দি মারিয়া কি তাহলে নিজের ইউরোপিয়ান শেকড়ে ফিরছেন?

আরও পড়ুন

আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে ইউরোপের ফুটবলে পা রেখেছেন দি মারিয়া। অনেকের চোখেই এই ক্লাব তাঁর ‘শেকড়’। কিন্তু ইউরোপে দি মারিয়া নিজের জাত চিনিয়েছেন বেনফিকার হয়ে। তখন আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা স্বয়ং তাঁকে বলেছিলেন, ‘আর্জেন্টিনার পরবর্তী সুপারস্টার।’

বেনফিকার হয়ে পর্তুগিজ লিগ জয়ের পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে দি মারিয়াকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। সেটা তাঁর খেলোয়াড়ি ক্যারিয়ার বিচারে। কিন্তু এই ৩৫ বছর বয়সে দি মারিয়া এবার পিছু ফিরে তাকালেন, আর তাঁর সেই দৃষ্টিটা বেনফিকার প্রতি। ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্টাস ছাড়ার পর বেনফিকায় নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন দি মারিয়া। কাল তাঁকে দলে টানার কথা জানিয়েছে পর্তুগিজ ক্লাবটি।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরবের ঘরোয়া ফুটবল থেকেও দি মারিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কোন ক্লাব তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে দি মারিয়া বেনফিকাকে বেছে নেওয়ায় ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারে তাঁর চক্র পূরণ হলো। যেখান থেকে ইউরোপিয়ান অধ্যায় শুরু করেছিলেন ক্যারিয়ারের গোধূলিলগ্নে ফিরলেন সেখানেই।

আরও পড়ুন

বেনফিকার বিবৃতিতে বলা হয়েছে, ‘আনহেল দি মারিয়া বেনফিকার সঙ্গে চুক্তি সই করেছেন এবং কোচ রজার সিমিটের বহরে তিনি নতুন সংযোজন।’ দি মারিয়ার চুক্তির বিষয়ে এর চেয়ে বেশি কিছু জানায়নি বেনফিকা তবে ইউরোপের সংবাদমাধ্যম জানিয়েছে ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন ইউরোপে তিনটি দেশে লিগ ও চ্যাম্পিয়নস লিগজয়ী এই ফুটবলার।

লিসবনের এই ক্লাবটিতে তিন মৌসুম ছিলেন দি মারিয়া। এরপর রিয়ালে পাঁচ মৌসুম থেকে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুম খেললেও ক্লাবটির হয়ে কিছু জিততে পারেননি। পিএসজিতে সাত মৌসুম থেকে লিগ জিতেছেন পাঁচবার। বেনফিকায় জাতীয় দল সতীর্থ নিকোলাস ওতামেন্দিকে পাচ্ছেন দি মারিয়া।