কয়েক দিনের মধ্যেই এমবাপ্পে নিজের নতুন ক্লাবের নাম বলবেন
পিএসজি ছাড়বেন, এই ঘোষণা অনেক আগেই দিয়ে রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু পিএসজি ছেড়ে কোথায় যাবেন, সেটা এখনো জানাননি। যদিও এটা মোটামুটি জানা রহস্য যে এমবাপ্পের পরবর্তী গন্তব্য রিয়াল মাদ্রিদ। স্পেনের ক্লাবটিও অবশ্য এখন পর্যন্ত এমবাপ্পে-বিষয়ক কোনো ঘোষণা দেয়নি।
তা এমবাপ্পে বা রিয়াল কোনো ঘোষণা দিক আর না দিক, পিএসজির হয়ে শেষ ম্যাচটা কাল খেলে ফেলেছেন ফরাসি তারকা। আর পিএসজিতে তাঁর শেষটা হয়েছে দারুণ। কাল অলিম্পিক লিওঁকে ২-১ হারিয়ে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছে এমবাপ্পের দল।
শিরোপা জিতে পিএসজি-অধ্যায় শেষ করতে পেরে গর্বিত এমবাপ্পে, ‘একটি ট্রফি নিয়ে শেষ করতে পারার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সত্যি এটা দারুণ অনুভূতি। আমি একটি ট্রফি জিতে ভালোভাবে আমার ক্লাবের সঙ্গে শেষ করতে চেয়েছিলাম।’
নিজের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে এখনো কিছু বলতে চাননি এমবাপ্পে, ‘আমি মনে করি সবকিছুর একটা সময় আছে এবং আমি আমার ভবিষ্যতের ক্লাবের নাম যথাসময়েই বলব। আমি কয়েক দিনের মধ্যেই এটা বলব, তাই কোনো সমস্যা আছে বলে মনে করি না।’
কয়েক দিন বলতে এমবাপ্পে আসলে নির্দিষ্ট করে কবে বোঝাতে চেয়েছেন—এমন এক প্রশ্নের উত্তরে ফ্রান্সের হয়ে ইউরো খেলার অপেক্ষায় থাকা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি এখনো জানি না, সেটা আসলে কবে। এখনো কিছু বিষয় ঠিক করা বাকি আছে।’