ইত্তিহাদ ছাড়লেও সৌদি ছাড়বেন না বেনজেমা, রোনালদোর সঙ্গে গড়তে পারেন জুটি

বেনজেমা কি তবে আল নাসরে যাবেনএক্স

এবারের শীতে অনেকটাই শান্ত ইউরোপের ফুটবলের দলবদলের বাজার। সৌদি আরবের ক্লাবগুলো এবার আর টাকার বস্তা নিয়ে ফুটবলার কিনতে ইউরোপে ঘোরাঘুরি করছে না বলেই মন্দা বলে মনে করেন অনেকে

ইউরোপের দলবদলের বাজার যখন এমন নিরুত্তাপ, সৌদি আরবে কিছুটা হলেও উত্তাপ ছড়িয়ে যাচ্ছেন সেখানকার ক্লাব আল ইত্তিহাদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তাঁকে নিয়ে গুঞ্জন, ইত্তিহাদ ছাড়বেন

আরও পড়ুন

ইত্তিহাদ ছেড়ে কোথায় নাম লেখাবেন বেনজেমা—এমন প্রশ্নের উত্তরে বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, বেনজেমা আবার ইউরোপে ফিরবেন। বিশেষ করে শোনা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের নাম। এর মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

বেনজেমা ও রোনালদো কি এবার একসঙ্গে খেলবেন
এএফপি

কিন্তু দুটি ক্লাবেরই সাবেক ফুটবলাররা ম্যানেজমেন্টকে সতর্ক করে দিয়ে বলেছেন, বেনজেমাকে কেনাটা হবে বিরাট ভুল। বেনজেমা এখন আর আগের মতো কার্যকরী খেলোয়াড় নেই। তাই তাঁকে কেনাটা হবে শুধু লোক দেখানো আর বিজ্ঞাপনের বাজারে নিজেদের জাহির করার মতো বিষয়!

আরও পড়ুন

আলোচনা যখন এই পথে এগোচ্ছে, ফ্রান্সের পত্রিকা লেকিপ দিয়েছে অন্য খবর। তাদের খবর অনুযায়ী, বেনজেমা ইত্তিহাদ ছাড়লেও সৌদি আরব ছাড়বেন না। তাহলে ইত্তিহাদ ছেড়ে কোথায় যাবেন বেনজেমা? লেকিপের খবর বলছে, রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আল নাসরে জুটি বাঁধতে পারেন ফরাসি স্ট্রাইকার।

আল নাসর ছাড়া সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালও নাকি বেনজেমার সঙ্গে যোগাযোগ করেছে। এই মুহূর্তে ইত্তিহাদের কোচ মার্সেলো গালার্দো বেনজেমাকে সাইড লাইনেই বসিয়ে রেখেছেন। সব মিলিয়ে হতাশ বেনজেমা দ্রুতই ইত্তিহাদ ছাড়ার কথা ভাবছেন; তা যিনি যেখানেই যান না কেন।