লেভানডফস্কি–রাফিনিয়াদের নিবন্ধন করিয়ে বার্সায় স্বস্তির হাওয়া
জাভি হার্নান্দেজ এখন বেশ বড় করে একটা শ্বাস নিতে পারেন। স্বস্তির নিশ্বাস আরকি। নতুন মৌসুম সামনে রেখে যেসব খেলোয়াড়কে কেনা হয়েছিল, তাঁদের বেশির ভাগকে লা লিগায় নিবন্ধন করাতে পেরেছে বার্সেলোনা। শুধু জুলস কুন্দের নিবন্ধনই করানো যায়নি।
কাল পর্যন্তও সময়ের সঙ্গে লড়াই করতে হয়েছে বার্সাকে। লা লিগায় আজ রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে লিগে নতুন মৌসুম শুরু করবে কাতালান ক্লাবটি। তার আগে শঙ্কা তৈরি হয়, যেসব নতুন খেলোয়াড়কে কেনা হয়েছে, তাঁদের লিগ শুরুর আগে নিবন্ধন করানো যাবে তো! কাল স্থানীয় সময় সকালে বার্সা চতুর্থ ‘ইকোনমিক লেভার’ চালু করে খেলোয়াড়দের নিবন্ধন করানোর পথ খুলে ফেলে।
ইকোনমিক লেভার একটা পদ্ধতি, যার মাধ্যমে ক্লাবের বিভিন্ন স্থাবর বা অস্থাবর সম্পত্তির আংশিক বা পুরোটা বিক্রি করে ত্বরিত নগদ অর্থ জোগাড় করা হয় দেনা শোধ করা ও অন্যান্য দায় মেটানোর জন্য। এ মৌসুমে বার্সেলোনা দেনা মেটানোর জন্য বেশ কয়েক দফায় এই ইকোনমিক লেভার পদ্ধতি বেছে নিয়েছে।
সে যা–ই হোক, চতুর্থ ইকোনমিক লেভার চালুর পর হাতে সময় বেশি ছিল না। খেলোয়াড়দের নিবন্ধিত করানোর কাগজপত্র পাঠানো হয় লা লিগার কাছে। লা লিগা কর্তৃপক্ষ বার্সাকে আগেই সতর্ক করে দিয়েছিল, হাতে সময় নিয়ে যেন কাগজপত্র পাঠানো হয়, কারণ খেলোয়াড়দের এসব কাগজপত্র যাচাই-বাছাই করতে সময় লাগবে। শেষ পর্যন্ত সময় ফুরোনোর আগেই ছয় খেলোয়াড়ের নিবন্ধন সম্পন্ন করতে পেরেছে বার্সা।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বার্সার যে সাত খেলোয়াড়ের নিবন্ধন বাকি ছিল, তাঁদের মধ্যে ছয়জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে—রবার্ট লেভানডফস্কি, ফ্রাঙ্ক কেসি, রাফিনিয়া, আন্দ্রেস ক্রিস্টেনসেন, উসমান দেম্বেলে ও সের্হিও রবার্তো। এদের মধ্যে দেম্বেলে ও রবার্তোর সঙ্গে নতুন করে চুক্তি করেছে বার্সা। বাকি চারজন লেভানডফস্কি, কেসি, রাফিনিয়া ও ক্রিস্টেনসেনের সঙ্গে জুলস কুন্দেকে এ মৌসুমে দলে ভিড়িয়েছে বার্সা।
লেভা, রাফিনিয়া ও কুন্দেকে কিনতে মোট ১৫ কোটি ইউরো খরচ হয় ক্লাবটির। ক্রিস্টেনসেন ও কেসিকে পেয়েছে বিনা ট্রান্সফার ফিতে। স্থানীয় সময় শুক্রবার সকালের আগপর্যন্তও এসব খেলোয়াড়ের নিবন্ধন অনিশ্চিত ছিল। ভায়োকানোর বিপক্ষে ম্যাচে বার্সা কোচ জাভি তাঁদের পাবেন কি না, এ নিয়ে সন্দেহ দানা বেঁধে উঠেছিল। কিন্তু নিবন্ধন হয়ে যাওয়ায় লেভা, কেসি, রাফিনিয়া, ক্রিস্টেনসেন, দেম্বেলেদের ভায়েকানোর বিপক্ষে ম্যাচে পেতে এখন আর কোনো বাধা নেই।
শুধু কুন্দের নিবন্ধনের জন্য আরও কিছু কাজ করতে হবে বার্সাকে। আগেই জানা গিয়েছিল, সব খেলোয়াড়ের নিবন্ধন সম্পন্ন করতে বার্সাকে শুধু চতুর্থ ইকোনমিক লেভার চালু করলেই হবে না, স্কোয়াডের বেতন সীমাও কমানো লাগতে পারে। সেটাই হয়েছে। কুন্দের নিবন্ধনের জন্য স্কোয়াডের বেতন কমাতে হবে অথবা কোনো ফুটবলারকে ছেড়ে দিতে হবে।
বেতন কমানো নিয়ে জেরার্দ পিকে ও সের্হিও বুসকেতসের সঙ্গে এরই মধ্যে কথা–চালাচালি শুরু করেছে বার্সা। এ ছাড়া মার্টিন ব্রাথওয়েট ও স্যামুয়েল উমতিতি জাভির পরিকল্পনায় না থাকায় দুই খেলোয়াড়কে ছেড়ে দিয়েও সমস্যার সমাধান করতে পারে ক্লাবটি। ফ্রেঙ্কি ডি ইয়ং, পিয়েরে-এমেরিক অবামেয়াং, মেম্ফিস ডিপাইদের মধ্য থেকেও যে কাউকে ভালো প্রস্তাব পেলে বেচে দিতে পারে বার্সা।
স্প্যানিশ সময় কাল সকালে অরফিউস মিডিয়ার কাছে নিজেদের স্টুডিওর ২৪ দশমিক ৫ শতাংশ বিক্রি করে চতুর্থ ইকোনমিক লেভার চালু করে বার্সা। এখান থেকে আসবে ১০ কোটি ইউরো। এর আগে আরও তিন ধাপে নিজেদের সম্পত্তির কিছু অংশ বিক্রি করেছে বার্সা। এই ধাপগুলোর একেকটিকে ‘ইকোনমিক লেভার’ বলেছেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এর আগে দুটি আলাদা প্যাকেজে সিক্সথ স্ট্রিটের কাছে নিজেদের ঘরোয়া টিভিস্বত্বের আয়ের ২৫ শতাংশ আগামী ২৫ বছরের জন্য বিক্রি করে বার্সা। এখান থেকে এসেছে ৫১ কোটি ১০ লাখ ইউরো।
এরপর সোসিওস ডট কমের কাছে নিজেদের স্টুডিওর ২৪ দশমিক ৫ শতাংশ বিক্রি করে আরও ১০ কোটি ইউরো পায় বার্সা।
কিন্তু ৬০ কোটি ইউরোর বেশি অর্থ তোলার পরও গত সপ্তাহে লা লিগা কর্তৃপক্ষ বার্সাকে জানিয়ে দেয়, সব নতুন খেলোয়াড়ের নিবন্ধনের জন্য বার্সাকে আরও সম্পদ বিক্রি করতে হবে অথবা স্কোয়াডের বেতন কমাতে হবে।
এরপর কাল অরফিউস মিডিয়ার কাছে নিজেদের স্টুডিওর আরও ২৪ দশমিক ৫ শতাংশ বিক্রি করে ১০ কোটি ইউরো পায় বার্সা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমের জন্য কনটেন্ট তৈরি, বিশ্বজুড়ে সমর্থকদের জন্য উপহার ও স্মারক তৈরি ও বিক্রির কাজটা করে বার্সা স্টুডিও।
সংবাদমাধ্যম জানিয়েছে, বার্সা যেহেতু এখন লা লিগার বেঁধে দেওয়া স্কোয়াডের বেতনসীমা অতিক্রম করছে না, তাই কুন্দেকে যে বেতন দেওয়া হবে, তার সমান বেতন পাওয়া যে কাউকে ছাড়লেই ফরাসি সেন্টারব্যাকের নিবন্ধন করানো যাবে।