আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ কবে, কখন, কোথায়

২৬ মার্চ ভোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিলএএফপি

বিরতি চলছে ক্লাব ফুটবলে। তবে সব ফুটবলারের ছুটি নেই। তাঁদের যে জাতীয় দলের হয়ে নামতে হবে মাঠে। মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আছে সব মহাদেশেই। দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকায় তো ২০২৬ বিশ্বকাপে বাছাইপর্ব শুরু হয়েছে সেই কবে। এবার বাছাইপর্ব শুরু হচ্ছে ইউরোপেও। ১৬টি স্থানের জন্য যেখানে প্রতিদ্বন্দ্বিতায় নামছে ৫৪টি দেশ।

ইউরোপে মাত্রই মাঠে গড়াতে যাচ্ছে বাছাইপর্ব। অন্যদিকে দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনা-ব্রাজিল বাছাইপর্বের দুই-তৃতীয়াংশ ম্যাচ খেলে ফেলেছে। ১৮ ম্যাচের ডাবল লিগ কাঠামোর বাছাইপর্বে ১২টি করে ম্যাচ খেলে ফেলেছে দক্ষিণ আমেরিকার দলগুলো। মার্চের দুটি ম্যাচ শেষে অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে বিশ্বকাপে পথরেখা।

বড় দলগুলোর ম্যাচ কবে, কোথায়, কখন

আর্জেন্টিনা

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা মার্চের বাছাইপর্বের দুটি ম্যাচই খেলবে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া। অ্যাডাক্টরের চোটে ভোগা মেসিকে ছাড়াই খেলে যদি উরুগুয়ে ও ব্রাজিলকে হারাতে পারে আর্জেন্টাইনরা, তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিশ্চিত করে ফেলতে পারে ২০২৬ বিশ্বকাপ খেলা। প্রথম ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে কনমেবলে আর্জেন্টিনাই শীর্ষে আছে।

আর্জেন্টিনার ম্যাচ

নেইমার–মেসি, কেউ নেই মার্চে ব্রাজিল–আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বে
এএফপি
ব্রাজিল

বাছাইপর্বে ভালো করতে পারেনি ব্রাজিল। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা দলটি মার্চের উইন্ডোতে খেলবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে। এই দুই ম্যাচ জিতে গেলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরেকটি বিশ্বকাপ খেলা।

ব্রাজিলের ম্যাচ

আরও পড়ুন
ইউরোপ

ইউরোপে ৫৪টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে বাছাইপর্ব। ‘এ’ থেকে ‘এফ’—এই ছয় গ্রুপে দল চারটি করে। অন্য ছয় গ্রুপের প্রতিটিতে দলের সংখ্যা ৫। হোম অ্যান্ড অ্যাওয়ে ডাবল লিগ পদ্ধতির গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। গ্রুপ রানার্সআপদের মধ্যে প্লে-অফ শেষে বেছে নেওয়া হবে অন্য চারটি দল। মার্চে অবশ্য ইংল্যান্ড ছাড়া বড় অন্য কোনো দলের ম্যাচ নেই।

ইংল্যান্ড ফুটবল দল
রয়টার্স

ইংল্যান্ডের ম্যাচ

উয়েফা নেশনস লিগ

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল দুই লেগে হবে এ মাসে।

কবে, কখন ম্যাচ

প্রথম লেগ, ২০ মার্চ
নেদারল্যান্ডস-স্পেন
ক্রোয়েশিয়া-ফ্রান্স
ডেনমার্ক-পর্তুগাল
ইতালি-জার্মানি

দ্বিতীয় লেগ, ২৩ মার্চ
স্পেন-নেদারল্যান্ডস
ফ্রান্স-ক্রোয়েশিয়া
পর্তুগাল-ডেনমার্ক
জার্মানি-ইতালি
*সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১-৪৫ মিনিটে

আরও পড়ুন