নিজের টাকায় বিমান টিকিট কিনে ফ্রান্স থেকে আর্জেন্টিনার ক্যাম্পে মেসি–সতীর্থ

আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাইনস্টাগ্রাম

জাতীয় দল দিয়েছে ডাক। ফাকুন্দো মেদিনার আর সহ্য হয়নি। ফুটবল ফেডারেশনের জন্য অপেক্ষা না করে নিজেই বিমানের টিকিট কেটে যোগ দিয়েছেন লিওনেল মেসিদের সঙ্গে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে এই ব্যাপারটি বিশেষ কিছু বলেই মনে হয়েছে। জাতীয় দলের প্রতি খেলোয়াড়দের টান বোঝাতে সংবাদ সম্মেলনে মেদিনার উদাহরণ টানলেন স্কালোনি।

আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইয়ে নভেম্বরে দুটি ম্যাচের জন্য স্কালোনির মূল পরিকল্পনায় ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ। চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ঘোষণা করা স্কোয়াডে তাঁকে রেখেছিলেন স্কালোনি। কিন্তু লিসান্দ্রো চোট পাওয়ায় তাঁর জায়গায় ফরাসি ক্লাব লাঁসের সেন্টার ব্যাক মেদিনাকে ডাকেন আর্জেন্টিনা কোচ। গতকাল সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন মজার এক তথ্য। মেদিনা ডাক পাওয়ার পর ফ্রান্স থেকে নিজেই বিমানের টিকিট কেটে যোগ দিয়েছেন জাতীয় দলের সঙ্গে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি
এএফপি

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘একটি বিষয় আমি সবাইকে জানাতে চাই, ফাকুন্দো মেদিনাকে ডাকার পর সে খুব দ্রুত টিকিট কেটেছে। নিজেই দামটা দিয়ে (ক্লাবের) কোচের সঙ্গে কথা বলেছে। এটা গুরুত্বপূর্ণ এবং দারুণ ব্যাপার কারণ সে প্রাথমিক তালিকায়ও ছিল না। দলের জন্য এটা খুব ভালো বার্তা। (খেলোয়াড়েরা) তারা এখানে (জাতীয় দল) আসতে চায়।’

আরও পড়ুন

২০২০ সালে আর্জেন্টিনা জাতীয় দলে মেদিনার অভিষেক। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৩ ম্যাচ খেলা এই ডিফেন্ডার দেশের জার্সিতে সর্বশেষ ডাক পেয়েছিলেন গত বছর অক্টোবরে। মার্তিনেজের মতো মেদিনাও বিভিন্ন পজিশনে খেলতে পারেন। সেন্টার ব্যাক পজিশন ছাড়াও উইং এবং রক্ষণভাগের বাঁ প্রান্তেও খেলতে পারেন মেদিনা।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে আজ বাংলাদেশ সময় রাত তিনটায় প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী বুধবার সকালে পরের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বাছাই পর্বের টেবিলে শীর্ষে আর্জেন্টিনা।