এবার চোটে ছিটকে গেলেন ভিনিসিয়ুসও, রিয়ালের চেয়ে ব্রাজিলের ক্ষতি বেশি
ইউরোপিয়ান ফুটবলে এখন যেন চোটের মেলা বসছে! একের পর এক তারকা ফুটবলাররা চোটে পড়ে ছিটকে যাচ্ছেন। এরই মধ্যে চোটে পড়ে রদ্রি, টের স্টেগেন, দানি কারভাহালের তো মৌসুমই শেষ হয়ে গেছে।
এ ছাড়া আরও অনেকেই ছোট–বড় চোটে পড়েছেন। চোটে পড়া ফুটবলারদের তালিকায় সর্বশেষ সংযোজন ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর চোটের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদ–ভিয়ারিয়ালের ম্যাচে কারভাহালের ছিটকে যাওয়ার পাশাপাশি ভিনিসিয়ুসকে নিয়েও তৈরি হয় অস্বস্তি। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৭৩ মিনিটে গোল করা ভিনিসিয়ুস চোট নিয়ে মাঠ ছাড়েন ৭৯ মিনিটে। তাঁর পরিবর্তে মাঠে নামেন তুর্কি তরুণ আর্দা গুলের।
ম্যাচে ২–০ গোলে জয়ের পর রিয়াল কোচ আনচেলত্তি জানান, কাঁধ ও ঘাড়ে অস্বস্তি থাকায় মাঠ ছেড়েছেন ভিনিসিয়ুস, মেডিকেল পরীক্ষা–নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। পরে ভিনিসিয়ুসের মেডিকেল পরীক্ষার ফলপ্রকাশ করে রিয়াল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে রিয়াল জানায়, পরীক্ষা–নিরীক্ষায় ভিনির সার্ভিক্যাল চোট ধরা পড়েছে। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
ভিনিসিয়ুসের চোটে অবশ্য রিয়ালের চেয়ে ব্রাজিলেরই ক্ষতি হবে বেশি। আন্তর্জাতিক বিরতির কারণে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত রিয়ালের কোনো খেলা নেই। এর মধ্যে ভিনির খেলার কথা ছিল ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে। ১১ অক্টোবর চিলির মুখোমুখি হওয়ার পর ১৬ অক্টোবর ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে।
চোটের কারণে এই দুই ম্যাচে ভিনিসিয়ুসকে ব্রাজিল দলে না–ও দেখা যেতে পারে বলে জানিয়েছে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম। তবে ব্রাজিলের হয়ে শেষ পর্যন্ত না খেললেও, ১৯ অক্টোবর রিয়াল–সেল্তা ভিগোর ম্যাচের আগে মাঠে ফিরতে পারেন ভিনিসিয়ুস।
চলতি মৌসুমে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরতে দেখা যাচ্ছিল ভিনিকে। এ মৌসুমে সব মিলিয়ে ১২ ম্যাচ খেলে ৪ গোলের পাশাপাশি ৭টি গোলে সহায়তা করেছেন এই উইঙ্গার।