নাইকির সঙ্গে বছরে ১২০০ কোটি টাকায় ১২ বছরের জন্য চুক্তি ব্রাজিলের

নাইকির সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলরয়টার্স

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন চুক্তির মেয়াদ ১২ বছরের। অর্থাৎ  ব্রাজিলের সঙ্গে নাইকির চুক্তি বলবৎ থাকবে ২০৩৮ সাল পর্যন্ত। নবায়নের আগে সর্বশেষ চুক্তিটি ছিল ২০২৬ সাল পর্যন্ত।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নতুন চুক্তির মূল্য ১০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১২০০ কোটি টাকা। পাশাপাশি ব্রাজিলের জার্সি বিক্রি থেকে রয়্যালটির টাকাও পাবে ফুটবলের সফলতম দলটি।

আরও পড়ুন

এই শর্ত অবশ্য আগের চুক্তিতে ছিল না। নতুন এই চুক্তির পর প্রথমবারের মতো লাইসেন্স করা পণ্যের এবং বিশ্বজুড়ে অনুমোদিত দোকান চালুর অনুমতি দিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

নাইকির সঙ্গে নতুন চুক্তির সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘এই চুক্তি ব্রাজিলিয়ান ফুটবলের শক্তিকেই তুলে ধরছে। এটা ফুটবলের সবচেয়ে দীর্ঘ এবং সফল পার্টনারশিপগুলোর একটি। একসঙ্গে আমরা ব্রাজিলের অসাধারণ ফুটবলের উদ্‌যাপন চালিয়ে যাব এবং জোগো বনিতোর ঐতিহ্যকে ধরে রাখব।’

ব্রাজিল ও নাইকি প্রথম চুক্তি করে ১৯৯৬ সালে। আর নবায়নের আগে সর্বশেষ চুক্তিটি ছিল ২০২৬ সাল পর্যন্ত। দ্বিপক্ষীয় এই চুক্তি নিয়ে নাইকির লাতিন আমেরিকা অঞ্চলের সহসভাপতি ডং বাওয়েল বলেছেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে আমাদের পুরোনো প্রতিশ্রুতি আরও শক্তিশালী হলো।’

আরও পড়ুন

নাইকির জার্সি শুধু ব্রাজিলের নারী ও পুরুষ দলই পরে এমন নয়, বিচ ফুটবল এবং ফুটসালেও ব্রাজিল দল নাইকির জার্সি পরিধান করে থাকে। এর আগে গত মার্চে জার্মানি ফুটবলের দলের সঙ্গে চুক্তি করে নাইকি। যার ফলে শেষ হয়ে যায় জার্মান দলের সঙ্গে আরেক ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রায় ৭০ বছরের বছরের পুরোনো বন্ধন।

আরও পড়ুন

নতুন চুক্তিতে ২০২৭ সাল থেকে জার্মানি জাতীয় দল এবং বয়সভিত্তিক দলগুলোর সব পর্যায়ে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করবে নাইকি। এই চুক্তির মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত। ব্রাজিল ও জার্মানি ছাড়াও নাইকির স্পনসর করা জার্সি পরে খেলতে দেখা যায় অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, নাইজেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল ও দক্ষিণ কোরিয়াকে।