মেসিদের ইন্টার মায়ামির জার্সিতে ক্যাপ্টেন আমেরিকার ঢাল
ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের ক্লাব হলেও ইন্টার মায়ামি নিয়ে ফুটবলপ্রেমীদের খুব একটা আগ্রহ ছিল না। এখন সেই ক্লাবকে নিয়েই সবার কত কৌতূহল। কারণটা নিশ্চয় সবার জানা—লিওনেল মেসি। পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তি শেষ হয়েছে কাল। ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে কদিন পরই তিনি ঠিকানা গড়বেন মায়ামিতে।
এই মুহূর্তে বাহামা দ্বীপপুঞ্জে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মেসি। ধারণা করা হচ্ছে, এ মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ১৬ জুলাই তাঁকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দিতে পারে মায়ামি। আর ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচ খেলতে পারেন ২১ জুলাই।
সব মিলিয়ে মায়ামির জার্সিতে প্রথমবার মেসির মাঠে নামতে এখনো তিন সপ্তাহ বাকি। কিন্তু এখনই ক্লাবটির জার্সি নিয়ে হইচই শুরু হয়ে গেছে। সেটা মেসি নামটার ওজনের কারণেই। মেজর লিগ সকারের (এমএলএস) অভিষেক মৌসুমে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকার জার্সি কেমন হবে, জার্সির নম্বর কত হবে, অনুশীলন কিটের নকশাই–বা কেমন হতে পারে, এসব নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।
উৎসুক ফুটবল অনুরাগীদের সেই কৌতূহল নিবৃত্তি করার কাজটা সেরে ফেলেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। নতুন অনুশীলন জার্সি উন্মোচন করেছে ক্লাবটি। বিশেষ এই জার্সির নকশা করা হয়েছে সুপারহিরো ক্যাপ্টেন আমেরিকার ঢালের আদলে।
বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস ও হাস্যরসাত্মক বইয়ের ব্র্যান্ড মার্ভেলের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। অ্যাডিডাস ও মার্ভেলও সহযোগী হিসেবে কাজ করার কথা জানিয়েছে। কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে বইটি মার্ভেলই প্রকাশ করেছিল। মার্ভেলের চাওয়াতেই ক্যাপ্টেন আমেরিকার ঢালের আদলে পুরো জার্সির নকশা করেছে অ্যাডিডাস। উন্মোচনের পর প্রথম খেলোয়াড় হিসেবে জার্সিটি পরেছিলেন মেসির নতুন সতীর্থ মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।
শুধু মেসির ইন্টার মায়ামিই নয়, মেজর লিগ সকারের আরও পাঁচটি ক্লাবের খেলোয়াড়েরা আগামী মৌসুমে ক্যাপ্টেন আমেরিকা জার্সি পরে অনুশীলন করবেন। ক্লাবগুলো হলো লস অ্যাঞ্জেলেস, ডালাস, নিউইয়র্ক রেড বুল, শার্লোট ও অস্টিন। অ্যাডিডাস ও মেজর লিগ সকারের ওয়েবসাইটে বিশেষ জার্সিটি পাওয়া যাচ্ছে। প্রাপ্তবয়স্কদের জার্সির দাম ধরা হয়ে ৭০ মার্কিন ডলার (৭ হাজার ৫৭৩ টাকা), শিশুদেরটা ৬০ ডলার (৬ হাজার ৪৯১ টাকা)।
অনুশীলন জার্সির পাশাপাশি নতুন বলও উন্মোচন করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। সাদা ও ধূসর রঙের মিশ্রণে বানানো বলটিতে ক্যাপ্টেন আমেরিকা ছাড়াও দ্য অ্যাভেঞ্জার্স, আয়রন ম্যান, থর, ব্ল্যাক উইডোসহ আরও অনেক সুপারহিরো ও সুপারহিরোইনের বিভিন্ন বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে। ওয়াশিংটনে আগামী ১৯ জুলাই আর্সেনালের বিপক্ষে এমএলএস অল স্টারের ম্যাচটা হবে এই বলেই।