ব্রাজিলকে যেখানে হারাতে পারল শুধু আর্জেন্টিনাই
মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পর সংবাদমাধ্যমকে লিওনেল মেসিই বলেছেন, ‘এই দল যা যা অর্জন করেছে, তার মধ্যে এটাই (আজকের জয়) সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। তবে ব্রাজিলে জেতাটা সব সময়ই আনন্দের। কারণ, ঘরের মাঠে তাদের ইতিহাস এবং দলও খুব শক্তিশালী।’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে জয়টি আর্জেন্টিনার জন্য হয়তো অন্য সব জয়ের মতোই। কিন্তু ব্রাজিলের জন্য মোটেই তা নয়। হারটি ব্রাজিলের এক গৌরবময় ইতিহাসে একচিলতে কালিমা লেপন করেছে। এই ‘কালিমা’ অবশ্যই কলঙ্ক অর্থে নয়। ফুটবলের পরিসংখ্যানে একটি পাতায় ব্রাজিলের কোনো কালো দাগ ছিল না। আর্জেন্টিনা আজ সেই দাগটি দিয়ে দিল!
আগে পরিসংখ্যানের পাতাটার নাম বলা যাক। বিশ্বকাপের ইতিহাসে ঘরের মাঠে বাছাইপর্বে কখনো হারেনি ব্রাজিল—এই গৌরব আর থাকছে না মারাকানায় আজ শেষ বাঁশি বাজার পর। অর্থাৎ বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ঘরের মাঠে আজই (আর্জেন্টিনার কাছে) প্রথম হারল ব্রাজিল। তাতে একটি চক্রও পূরণ হলো। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া অন্য সবগুলো দলেরই এই প্রতিযোগিতায় ঘরের মাঠে হারের অভিজ্ঞতা আছে। ছিল না শুধু ব্রাজিলের। আর্জেন্টিনা সেটাও পাইয়ে দেওয়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশে আর কোনো দেশই বাকি রইল না! এই মহাদেশ থেকে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে হারের অভিজ্ঞতার চক্রপূরণ হলো সবগুলো দলেরই।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র পরিসংখ্যান দল ‘স্ট্যাটিস্টিক্যাল স্পাই’ এবং ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ (অ্যালেক্সিস)’ জানিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে এ নিয়ে মোট ৬৫ ম্যাচ খেলল ব্রাজিল। ৫১ জয় ও ১৩ ড্রয়ের পাশাপাশি হার ১টি। গ্লোবো ব্রাজিলের গোলের সংখ্যা ১৭৩ দাবি করলেও ‘মিস্টার চিপ’–এর হিসাবে ১৭২। আজ আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দির গোলসহ বাছাইপর্বে প্রতিপক্ষের মোট ৩০ গোল হজম করল ব্রাজিল। ৬৫ ম্যাচের মধ্যে এর আগে ৫ ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গোল করতে পারেনি। ২০০৪ সালে কলম্বিয়ার বিপক্ষে ০-০ ড্র, চার বছর পর আর্জেন্টিনা, বলিভিয়া ও কলম্বিয়ার বিপক্ষে একই ব্যবধানে ড্র করে ব্রাজিল। এরপর ২০০৯ সালে ভেনেজুয়েলার বিপক্ষেও গোলশূন্য ড্র করে তারা। আর্জেন্টিনার বিপক্ষে আজকের হারটি এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন।
অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে ৬ ম্যাচে ৬ গোল হজম করল ব্রাজিল। তিতে কোচ থাকতে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে পুরো প্রতিযোগিতা মিলিয়েই মাত্র ৫ গোল হজম করেছিল তারা। ১৯৫৪ সালের আগপর্যন্ত ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে কোনো ম্যাচ খেলেনি। সে বছর চিলির বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচ খেলে ১-০ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। এরপর ৬৯ বছর ধরে অপরাজিত থাকার পর হার মানল আর্জেন্টিনার কাছে। ‘মিস্টার চিপ’ জানিয়েছে, স্পেনই একমাত্র দল, যারা বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে কখনো হারেনি।