ইউরোপা লিগের শেষ ষোলোয় ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গী যারা

ইউনাইটেডের হয়ে গোলের পর কোবি মাইনুর উদ্‌যাপনরয়টার্স

আরেকটি ১৮ ম্যাচের ম্যারাথন রাতের পর শেষ হয়েছে ইউরোপা লিগের লিগ পর্ব। আগের সাত ম্যাচে অপরাজিত থাকা লাৎসিও শেষ ম্যাচে এসে হোঁচট খেয়েছে। ১–০ গোলে হেরে গেছে ব্রাগার কাছে। যদিও এই হারে তেমন কোনো সমস্যা হচ্ছে না দলটির। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেই শেষ ষোলোয় গেছে ইতালিয়ান ক্লাবটি।

লিগ পর্বে সবচেয়ে বেশি যাদের ওপর চোখ ছিল, সেই ম্যানচেস্টার ইউনাইটেডও পৌঁছে গেছে শেষ ষোলোয়। লিগ পর্বের শেষ ম্যাচে স্টুয়া বুখারেস্টকে তারা হারিয়েছে ২–০ গোলে। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথমে গোল করেন দিয়াগো দালত এবং ৮ মিনিট পর ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটি করেছেন কোবি মাইনু। এই ম্যাচ জিতে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ পর্ব শেষ করেছে ইউনাইটেড।

সরাসরি শেষ ষোলোর টিকিট পেয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহাম। এলফসবোর্গের বিপক্ষে টটেনহাম জিতেছে ৩–০ গোলের বড় ব্যবধানে। এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টটেনহাম শেষ করেছে চার নম্বরে থেকে।

আরও পড়ুন

ইউনাইটেড ও টটেনহামকে পেছনে ফেলে দুই নম্বরে থেকে শেষ ষোলোয় গেছে অ্যাথলেটিক বিলবাও। ভিক্টোরিয়া প্লজেনকে ৩–১ গোলে হারানোর পর তাদেরও পয়েন্ট লাৎসিওর সমান ১৯। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে থাকতে হলো দলটিকে।

টটেনহামের হয়ে মিকি মুরের গোল উদ্‌যাপন
রয়টার্স

ইউরোপের পরিচিত ক্লাবগুলোর কয়েকটি অবশ্য সরাসরি শেষ ষোলোর টিকিট আদায় করতে পারেনি। যে তালিকায় এএস রোমা, আয়াক্স, রিয়েল সোসিয়েদাদ ও পোর্তোর মতো ক্লাবও আছে। এখন প্লে–অফ জিতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে হবে এই ক্লাবগুলোকে।

তবে প্লে–অফ খেলার সুযোগও পাচ্ছে না বেসিকতাস, নিস ও ডায়নামো কিয়েভের মতো ক্লাব। যারা সেরা ২৪ এ থাকতে না পারায় প্রতিযোগিতা থেকে বাদ পড়ে গেছে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্লে–অফের ড্র।

শেষ ষোলোয় যারা
লাৎসিও, অ্যাথলেটিক বিলবাও, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, লিওঁ, অলিম্পিয়াকোস ও রেঞ্জার্স।
প্লে–অফে যারা
বোডো/গ্লিমিট, আন্ডারলেখট, স্টুয়া বুখারেস্ট, আয়াক্স, রিয়েল সোসিয়েদাদ, গ্যালাতাসারে, রোমা, ফেরেঙ্কভারোস, ভিক্টোরিয়া প্লজেন, পোর্তো, মিডজিল্যান্ড, ইউনিয়ন সাঁত–গিলিওস, এজেড আলকমার, পিএওকে, টুয়েন্টে ও ফেনেরবাচে।
বাদ পড়ল যারা
ব্রাগা, এলফবোর্গ, হফেনহেইম, বেসিকতাস, ম্যাকাবি তেল আবিব, স্লাভিয়া প্রাগ, মালমো, রিগাস এফসি, লুডোগোরেটস, ডায়নামো কিয়েভ, নিস ও কারাবাগ।