‘বুড়ো’দের রাজা কেইন, আছেন সালাহ–লেভাও
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এখন পার করছেন ক্যারিয়ারের গোধূলিবেলা। কিন্তু ক্যারিয়ারের অন্তিম সময়ে এসেও দুজন যেন অপ্রতিরোধ্য। ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন তাঁরা। তবে মেসি–রোনালদোর এই দাপট কিন্তু ইউরোপের বাইরে।
মেসি মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস), রোনালদোর আধিপত্য সৌদি প্রো লিগে। মেসি–রোনালদো না থাকলেও ইউরোপেও কিন্তু আছে ‘বুড়ো’দের দাপট। চলতি মৌসুমেও ত্রিশোর্ধ্ব ফুটবলারদের অনেকেই সবাইকে চমকে দিয়েছেন। নিজেদের পারফরম্যান্স দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বয়স বাড়লেও ধার এখনো একটুও কমেনি। যে তালিকায় সবার ওপর আছেন হ্যারি কেইন।
৩০ বছর বয়সী কেইন গ্রীষ্মের দলবদলে টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন। ক্লাব বদলালেও বদলাননি কেইন। দারুণ ছন্দে থাকা কেইন শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। বায়ার্নের হয়ে ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে ৪৪ গোল করেছেন কেইন।
লিগে করেছেন ৩২ ম্যাচে ৩৬ গোল। ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের দৌড়েও বাকিদের চেয়ে এগিয়ে আছেন কেইন। তবে এত গোল করেও আক্ষেপ নিয়ে মৌসুম শেষ করতে হবে কেইনকে। টটেনহামে চেষ্টা করেও কোনো শিরোপা জিততে পারেননি। এখন বায়ার্নেও প্রথম মৌসুমটা তাঁকে কাটাতে হবে শিরোপা ছাড়া।
ত্রিশোর্ধ্বদের মধ্যে গোল করায় কেইনের ঠিক পরেই আছেন পিয়েরে–এমেরিক অবামায়েং। মার্শেইয়ের হয়ে চলতি মৌসুম দারুণ ছন্দে ছিলেন এই স্ট্রাইকার। সব মিলিয়ে অবা এ মৌসুমে গোল করেছেন ২৭টি। যা অবশ্য কেইনের তুলনায় অনেক কম। তবে ত্রিশোর্ধ্ব বাকি খেলোয়াড়দের মধ্যে বেশি। কেইনের মতো অবারও অবশ্য কোনো শিরোপা জুটছে না। এমনকি ফরাসি লিগ ‘আঁ’তেও অনেক পিছিয়ে আছে অবার দল মার্শেই। ৩১ ম্যাচ শেষে মার্শেইয়ের অবস্থান ৯–এ।
এ তালিকার তিনে আছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ৩১ বছর বয়সী সালাহর গোল করেছেন ২৫টি। মৌসুমের শেষ দিকে এসে ছন্দ না হারালে সালাহর গোলসংখ্যা আরও বেশি হতে পারত। তবে শুরুর দিকের ছন্দ পরে আর ধরে রাখতে পারেননি এই মিসরীয় ফরোয়ার্ড।
এমনকি বদলি নামার সময় সাইডলাইনে কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েও সমালোচিত হন সালাহ। লিভারপুল ইতিহাসের অন্যতম সেরা স্কোরারকে অবশ্য কেইন ও অবার মতো শিরোপাহীন থাকতে হচ্ছে না। এরই মধ্যে লিভারপুলের হয়ে লিগ কাপের শিরোপা জিতেছেন সালাহ। তবে বড় শিরোপা জিততে না পারার হতাশা সঙ্গী হবে সালাহরও।
কেইন ও অবার পরিণতি ভোগ করতে হচ্ছে রবার্ট লেভানডফস্কিকেও। শিরোপা জেতার আশা আগেই শেষ হয়ে গেছে। দলকে শিরোপা জেতাতে না পারলেও গোল করার কাজটা ঠিকই করে যাচ্ছেন লেভা। বার্সেলোনার হয়ে ৩৫ ম্যাচে তাঁর গোল ২৪টি। তবে মৌসুম শেষ হওয়ার আগে ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারের সুযোগ আছে গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার।
তালিকায় পরের অবস্থানটি ৩৩ বছর বয়সী গ্রিজমানের। এখন পর্যন্ত ২১ গোল করেছেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। কেইন ও লেবার মতো কিন্তু গোল করাটাই তাঁর আসল কাজ নয়। কিন্তু এরপরও দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে এগিয়ে এসে স্কোরারের কাজটা ঠিকই করতে পারেন গ্রিজমান। এই পাঁচজন ছাড়াও ‘বুড়ো’দের মধ্যে গোল করার তালিকায় আছেন আলেকসান্দার লাকাজেত্তে, রোমেলু লুকাকু, আলভারো মোরাতা, বেন ইয়েদের এবং হিউন মিং–সন।