রোনালদো এখনো পেনাল্টির ‘রাজা’

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোছবি : টুইটার

পেনাল্টিতে গোল করা নিয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থকদের প্রায়ই লড়াই করতে দেখা যায়। মেসি–ভক্তরা একদিকে যেমন রোনালদোর পেনাল্টিতে গোল করা নিয়ে হাস্যরস করেন, অন্যদিকে রোনালদো–ভক্তদেরও বিশ্বকাপ জয়ের পথে মেসির করা একাধিক পেনাল্টি গোল নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়। তবে পেনাল্টি নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে যতই অস্বস্তি থাকুক, শিরোপা জেতাতে অনেক সময় একটি পেনাল্টি শট হাজারো গোলের চেয়ে মূল্যবান হয়ে উঠতে পারে।

১২ গজ দূর থেকে একটি ভুল শটই একটি দলের চিরকালীন কান্নার সমার্থক হয়ে উঠতে পারে। তাই পেনাল্টি শুধু গুরুত্বপূর্ণই নয়, কখনো কখনো হয়ে উঠতে পারে মহাগুরুত্বপূর্ণ। সম্প্রতি ফুটবলভিত্তিক পোর্টাল বিসকার প্রো গত পাঁচ বছরে পেনাল্টিতে কারা দাপট দেখিয়েছেন, সেটি হিসাব কষে বের করেছে। যেখানে বিশ্বকাপ জয়ের পথে পেনাল্টি থেকে ৪ গোল করা মেসি নন, বরং রোনালদোই রাজত্ব করছেন এ তালিকায়। পেনাল্টি থেকে ৫ বছরে সব মিলিয়ে ৪৩ গোল করেছেন রোনালদো।

আরও পড়ুন

পর্তুগিজ মহাতারকার পরের স্থানটি ইতালিয়ান তারকা চিরো ইম্মোবিলের। তালিকায় জায়গা পেয়েছেন নেইমার, লেভানডফস্কি ও হ্যারি কেইনের মতো শীর্ষ তারকারাও।
অন্যদিকে এ তালিকায় সেরা আটেও জায়গা হয়নি মেসির। বিশ্বকাপে পেনাল্টি নেওয়ায় সাফল্য পেলেও মেসির পেনাল্টি রেকর্ড অবশ্য খুব আহমরি নয়। তাঁর পেনাল্টি মিস জাতীয় দলের হার কিংবা বিদায়ের কারণও হতে দেখা গেছে।

তা ছাড়া মেসির পেনাল্টি গোলের তালিকায় পিছিয়ে পড়ার আরেকটি বড় কারণ ছিল তাঁর বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার ঘটনা। গত দুই মৌসুমে পিএসজির হয়ে মূলত পেনাল্টি নিয়েছেন নেইমার ও এমবাপ্পে। এ দুজনের কারণে সেভাবে পেনাল্টি নেওয়ার সুযোগ পাননি মেসি। যা তাঁকে পিছিয়ে দেওয়ার পথে বড় ভূমিকা রেখেছে। এখন রোনালদো ছাড়াও পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে সেরা আটে আর কারা আছেন, একনজরে দেখে নেওয়া যাক।

গ্রাফিকস : মো. মাহাফুজার রহমান
আরও পড়ুন

গত পাঁচ বছরে পেনাল্টি গোলে শীর্ষ ৮

ক্রিস্টিয়ানো রোনালদো
পেনাল্টি গোলে এগিয়ে রোনালদো
ছবি: রয়টার্স

জুভেন্টাস ২৯, ম্যানচেস্টার ইউনাইটেড ৪, পর্তুগাল ১০, মোট: ৪৩

চিরো ইম্মোবিলে
ইতালিয়ান তারকা চিরো ইম্মোবিলে
ছবি : রয়টার্স

লাৎসিও ৪১, ইতালি ২, মোট: ৪৩

ব্রুনো ফার্নান্দেজ
পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ
ছবি: রয়টার্স

স্পোটিং লিসবন ১৩, ম্যানচেস্টার ইউনাইটেড ২৫, পর্তুগাল ৩, মোট: ৪১

হ্যারি কেইন
টটেনহামের ইংলিশ তারকা হ্যারি কেইন
এএফপি

টটেনহাম ২৫, ইংল্যান্ড ১৫, মোট: ৪০

নেইমার
ব্রাজিলিয়ান তারকা নেইমার
টুইটার থেকে

পিএসজি ২৩, ব্রাজিল ১৩, মোট: ৩৬

রবার্ট লেভানডফস্কি
রবার্ট লেভানডফস্কি
ছবি: এএফপি

বায়ার্ন মিউনিখ ৩২, বার্সেলোনা ১, পোল্যান্ড ৩, মোট: ৩৬

বেন ইয়েদের
বেন ইয়েদের
ছবি: এএফপি

সেভিয়া ৪, মোনাকো ৩০, মোট: ৩৪

জর্জিনিও
ইতালির প্লেমেকার জর্জিনিও
ফাইল ছবি

চেলসি ২৭, ইতালি ৫, মোট: ৩২