ম্যানচেস্টার ইউনাইটেড কোচের দায়িত্বে আড়াই বছর ছিলেন এরিক টেন হাগ। এ সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের বিপক্ষে ম্যাচে ৫ গোল কখনো করতে পারেনি ইউনাইটেড। টেন হাগ ছাঁটাই হওয়ার পর গতকাল রাতে প্রথম ম্যাচেই ৫ গোল দেখা গেল ইউনাইটেডের কাছ থেকে। প্রতিপক্ষ ছিল প্রিমিয়ার লিগেরই দল লেস্টার সিটি। ইংলিশ লিগ কাপের শেষ ষোলো পর্বে ইউনাইটেডের জয়ের ব্যবধান ৫–২।
প্রিমিয়ার লিগ টেবিলে ১৪তম ইউনাইটেডের এক ধাপ পরেই লেস্টার। টেন হাগের অধীন পয়েন্ট টেবিলে বেশ নেমে যাওয়ার পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া ইউনাইটেড। আর সে জন্য চাই প্রেরণা ও জয়। অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ে সেই প্রেরণা খুঁজছে ইউনাইটেড। টেন হাগের সহকারী থেকে মূল কোচের দায়িত্ব পাওয়া নিস্টলরয় তাঁর প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় এনে দেওয়ার পর ইউনাইটেডের এক্স অ্যাকাউন্টে তাঁর ছবিসহ পোস্ট করা হয়, ‘ফুড ফর দ্য সোল’।
পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের কোচ রুবেন আমোরিমকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিতে চায় ইউনাইটেড। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আগামী মাসের আগপর্যন্ত ইউনাইটেডের দায়িত্ব নিতে পারবেন না আমোরিম। স্পোর্তিংয়ে অন্তত আরও তিনটি ম্যাচে কোচের দায়িত্ব পালন করবেন তিনি। নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে যোগ দিতে পারেন ইউনাইটেডে।
এ হিসাব অনুযায়ী, আরও অন্তত তিনটি ম্যাচে কোচ হিসেবে ইউনাইটেডের ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন নিস্টলরয়। নেদারল্যান্ডসের এই ইউনাইটেড কিংবদন্তি অবশ্য তাঁর পছন্দের ক্লাবকে সাহায্য করতে পেরেই খুশি। লেস্টারকে হারানোর পর তিনি বলেছেন, ‘ক্লাবকে সাহায্য করতে আমি এখানে সহকারী হিসেবে এসেছিলাম। যত দিন আমাকে প্রয়োজন হবে, তত দিনই সাহায্য করব। যেকোনো অবস্থায় ভবিষ্যৎ নির্মাণে ক্লাবকে সাহায্য করতে চাই।’
ম্যাচে ব্রুনো ফার্নান্দেজ ও কাসেমিরো জোড়া গোল করেন। অন্য গোলটি আলেহান্দ্রো গারনাচোর। ১৫ মিনিটে কাসেমিরোর দূরপাল্লার শটে করা গোলটি ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের চোখে লেগে থাকবে অনেক দিন। লেস্টারের হয়ে গোল করেন বিলাল এল খান্নোস ও কনোর কোয়াডি।
লিগ কাপে ১৪ বছর পর এবার কোয়ার্টার ফাইনালের সব দলই প্রিমিয়ার লিগের। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টটেনহামের মুখোমুখি হবে ইউনাইটেড। লিভারপুলের প্রতিপক্ষ সাউদাম্পটন। ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে আর্সেনাল এবং ব্রেন্টফোর্ডের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। গতকাল রাতে ম্যাচে টটেনহামের কাছে ২–১ গোলে হেরেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
আর্লিং হলান্ডকে বেঞ্চে বসিয়ে মাঠে নেমে ২৫ মিনিটের মধ্যে ২–০ গোলে পিছিয়ে পড়ে সিটি। টটেনহামের হয়ে গোল করেন তিমো ভের্নার ও পাপে মাতের সার। প্রথমার্ধের যোগ করা সময়ে সিটির মাথেউস নুনেস একটি গোল শোধ করেন।
কিন্তু বিরতির পর আর সমতায় ফিরতে পারেনি সিটি। উল্টো চোট নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়েছে ক্লাবটিকে। ৬৩ মিনিটে চোট পেয়ে ভেজা চোখে মাঠ ছাড়েন সিটি উইঙ্গার সাভিনিও। হাঁটুর সমস্যার কারণে মানুয়েল আকাঞ্জিকেও এ ম্যাচে খেলাতে পারেননি গার্দিওলা। রদ্রি, কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশ, কাইল ওয়াকার, জেরেমি ডোকু ও অস্কার বব এরই মধ্যে চোটে পড়েছেন। রুবেন দিয়াস চোটের সমস্যা নিয়ে খেলছেন, সেটাও জানিয়েছেন গার্দিওলা।
২০১৬ সালে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর চোট নিয়ে কখনো এত বড় সমস্যায় পড়েননি বলেও জানিয়েছেন গার্দিওলা।
হারের পর সিটি কোচ বলেছেন, ‘আগামীকাল আমাদের অনুশীলনে থাকবে শুধু দুজন গোলকিপার ও হলান্ড। স্কোয়াডের অন্যদের পাব না। আমাদের এখন ১৩ জন খেলোয়াড়। আমরা কঠিন সমস্যায় পড়েছি। তবে ঘুরে দাঁড়াতে হবে। গত ৯ বছরে বিভিন্ন কারণে এত চোট নিয়ে সমস্যায় পড়তে হয়নি।’