আবাহনীকে জেতালেন এক ব্রাজিলিয়ান

ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনো রোকার গোলে জয় পেয়েছে আবাহনীসংগৃহীত

গোল আসছে না দেখে ৬৭ মিনিটে নাবিব নেওয়াজের জায়গায় রবিউল হাসানকে মাঠে পাঠান আন্দ্রেস ক্রুসিয়ানি। আবাহনী কোচের এই বদল কাজে এসেছে। ৭৪ মিনিটে আবাহনী কাঙ্ক্ষিত গোলটি পেয়েছে রবিউলের ক্রস থেকেই। বক্সে উড়ে আসা ক্রসে প্রথমে ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনো রোকার হেডের বল লাগে শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্রসবারে। ফিরতি বল সহজেই জালে ঠেলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

বাদবাকি সময় ব্যবধান বাড়াতে পারেনি আবাহনী। তবে নিজেদের জালও রাখতে পেরেছে অক্ষত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩তম ম্যাচটা তারা আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় জিতেছে ১-০ গোলে। ব্রুনো হয়েছেন ম্যাচসেরা। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের সাবেক মিডফিল্ডার আরমান মিয়া।

আরও পড়ুন

এই ম্যাচে ছিলেন না আবাহনীর নিয়মিত ডিফেন্ডার রহমত মিয়া। ছিলেন না মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, জোনাথন ফার্নান্দেজও। বাধ্য হয়ে জামাল ভূঁইয়াকে একাদশে রাখেন কোচ।

পুরো ম্যাচেই তাঁকে মাঠে রাখা হয়। তবে জামাল মাঠে থাকলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি সেভাবে। এরপরও নিয়মিত কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতে আবাহনী যে আজ তীব্র গরমের মধ্যেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে, সেটাই ঢের।

জয় পেয়েছে আবাহনী
সংগৃহীত

ফর্টিস এফসির সঙ্গে ড্র দিয়ে ঈদের ছুটিতে গিয়েছিল আবাহনী। ফিরে এসে ১২তম রাউন্ডে ২-১ গোলে হারিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। পরের ম্যাচে আজ হারাল শেখ রাসেলকে। ১৩ ম্যাচে সপ্তম জয়ে আবাহনীর পয়েন্ট এখন ২৫। লিগ টেবিলে তাদের অবস্থান তিনে।

আরও পড়ুন

সমান ম্যাচে ষষ্ঠ হারে শেখ রাসেলের পয়েন্ট মাত্র ১১। বড় বাজেটের দল গড়েও শেখ রাসেলের এবারও বাজে খেলছে মাঠে। ১০ দলের মধ্যে টেবিলের আটে আছে দলটি। অবনমন বাঁচানোই এখন কঠিন শেখ রাসেলের জন্য।