রোনালদোর চেয়ে গোলে পিছিয়ে ইউরোর ১৬টি দল

জোড়া গোলে ইউরোর প্রস্তুতি সারলেন ক্রিস্টিয়ানো রোনালদোক্রিস্টিয়ানো রোনালদোর এক্স হ্যান্ডল

দেশের মাটিতে এটাই কি ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ? সময়ই তা বলে দেবে। তবে বার্তা সংস্থা রয়টার্সের ইঙ্গিত এমনই। আভেইরোয় গতকাল রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ইউরোর প্রস্তুতি ম্যাচ ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। জোড়া গোল করেছেন রোনালদো। রয়টার্সের মতে, পর্তুগালের মাটিতে এটাই হতে পারে কিংবদন্তির শেষ আন্তর্জাতিক ম্যাচ।

১৮ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৪ মিনিট পরই ফ্রি কিক থেকে বল পোস্টে মারেন রোনালদো। গোল পেয়েছেন বিরতির পর। ৫০ মিনিটে দারুণ এক গোল করে রোনালদো বুঝিয়ে দেন বয়স তাঁর কাছে এখনো স্রেফ সংখ্যা। মাঝমাঠ থেকে সতীর্থের দূরপাল্লার পাস পেয়ে আয়ারল্যান্ডের এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন রোনালদো। ১০ মিনিট পর পেয়ে যান নিজের দ্বিতীয় গোল। পর্তুগালের হয়ে এ নিয়ে ২০৭ ম্যাচে ১৩০ গোল করলেন রোনালদো।

গোলের পর উদ্‌যাপন রোনালদোর
এএফপি

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যাই সর্বোচ্চ। তাঁর এই ১৩০ গোলের মহিমা কতখানি, সেটি বুঝিয়ে দেয় ‘এক্স’ হ্যান্ডল মিস্টারচিপ (অ্যালেক্সিস)–এর জানানো একটি পরিসংখ্যান। ইউরোয় এবার অংশ নেওয়া ২৪ দলের মধ্যে ১৬টি দলের স্কোয়াড গোলসংখ্যায় রোনালদোর চেয়ে পিছিয়ে। উদাহরণ হিসেবে স্পেনকে টানা যায়। ইউরোয় স্পেনের স্কোয়াডে সুযোগ পাওয়া ২৬ খেলোয়াড়ের মোট গোলসংখ্যা (৯৯) রোনালদোর চেয়ে কম।

রয়টার্স জানিয়েছে, গুঞ্জন চলছে, শুক্রবার থেকে জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) শেষেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন রোনালদো। এমনকি পেশাদার ফুটবল ছাড়ার সম্ভাবনাও আছে। তবে তাঁর জাতীয় দলের সতীর্থ রুবেন নেভেস মনে করেন, রোনালদোর জাতীয় দলকে দেওয়ার মতো এখনো অনেক কিছুই অবশিষ্ট আছে।

নেভেস বলেন, ‘তার সঙ্গে খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আজও (গতকাল) দুটি গোল করল, ইউরোর প্রস্তুতি সে ভালোভাবেই শেষ করল। আমরা সবাই জানি, জাতীয় দলের জন্য সে নিজের ২০০ শতাংশ নিংড়ে দেয়। আমরা আশা করছি, সে আরও গোল করবে।’

ইউরোয় ‘এফ’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক, জর্জিয়া ও চেক প্রজাতন্ত্র। ১৮ জুন লাইপজিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ২০১৬ সালে শিরোপাজয়ী পর্তুগাল।