মেসিদের জন্য দরজা বন্ধ করেছে চীন, খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনারয়টার্স

হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি না খেলায় চীন এতটাই চটেছিল যে মার্চে সেখানে হতে যাওয়া আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ বাতিল করে দিয়েছিল দেশটি। তবে আর্জেন্টিনার জন্য চীন দরজা বন্ধ করলেও খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্চের নির্ধারিত ওই সময়ে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটিতে প্রতিপক্ষ নাইজেরিয়া, অন্যটিতে এল সালভাদর।

এর আগে চীনের মাটিতে আইভরিকোস্ট ও নাইজেরিয়ার বিপক্ষে খেলার কথা ছিল আর্জেন্টিনার।

কাল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক বিবৃতিতে বলা হয়, সামনের ফিফা উইন্ডোতে ২৩ ও ২৬ মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল। এর মধ্যে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের বিপক্ষে ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে। তিন দিন পর নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলোসিয়ামে। সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে নাইজেরিয়ার অবস্থান ২৮, এল সালভাদরের ৮১।

চীন সফর বাতিল হয়ে যুক্তরাষ্ট্রে ম্যাচ হওয়ায় আদতে মেসি এবং আর্জেন্টিনা দলের লাভই হয়েছে। ইন্টার মায়ামিতে খেলার সুবাদে মেসির বর্তমান আবাস যুক্তরাষ্ট্রেই। আর্জেন্টিনা দল যুক্তরাষ্ট্রে পা দেওয়ার পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। জাতীয় দলের ম্যাচ খেলার কারণে মায়ামির হয়ে একটি ম্যাচ মিস করবেন মেসি। ২৩ মার্চ নিউইয়র্ক রেড বুলের সঙ্গে ম্যাচ আছে ইন্টার মায়ামির।

আরও পড়ুন

সামনের জুন-জুলাইয়ে কোপা আমেরিকার আসর বসবে যুক্তরাষ্ট্রে। ২১ জুন উদ্বোধনী ম্যাচে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হবে কানাডা-ত্রিনিদাদ প্লে-অফে জিতে আসা দল। গ্রুপে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের অপর দুই প্রতিপক্ষ চিলি ও পেরু।

আরও পড়ুন