ফ্রেঞ্চ লিগে যত সাফল্যই থাক, পিএসজির মূল দৃষ্টি এখনো চ্যাম্পিয়নস লিগে। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে মেসি-এমবাপ্পেদের এ বছরের অভিযান আজই শেষ হয়ে যাবে, নাকি অন্তত আরও এক রাউন্ডের জন্য টিকে থাকবে—সেটি জানা যাবে আজ রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষের ম্যাচে। মিউনিখে শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পিএসজি।
মেসি-এমবাপ্পেদের ঘুরে দাঁড়ানোর কথা আসছে প্রথম লেগের কারণে। প্যারিসে অনুষ্ঠিত সেই ম্যাচে বায়ার্নের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল পিএসজি। কোয়ার্টার ফাইনালে জায়গা করতে হলে আজকের সেই গোল শোধ করে আরও এক গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। নব্বই মিনিটের খেলায় অন্তত এক গোলে এগিয়ে থাকলে ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়া যাবে। অ্যাওয়ে গোল প্রথা না থাকায় দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকা দল জায়গা করে নেবে শেষ আটে।
মাঠে নামার আগে দুই দলের অতীতের খতিয়ান অবশ্য পিএসজির পক্ষে কথা বলছে না। চ্যাম্পিয়নস লিগ নকআউটে বায়ার্ন যে ২২ বার প্রথম লেগ জিতেছে, ২০ বারই পরের ধাপে উঠেছে। বিপরীতে নকআউট পর্বে এবারসহ ৬ বার প্রথম লেগ হেরেছে পিএসজি, ঘুরে দাঁড়িয়ে পরের ধাপে উঠতে পেরেছে মাত্র একবার।
তবে বায়ার্নের মাঠে খেলা চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচটিতে জয়ের স্মৃতি আছে পিএসজির। ২০২০-২১ কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল ফরাসি ক্লাবটি।
মেসি-এমবাপ্পেকে ঘিরে আজও তেমন কিছুর প্রত্যাশায় পিএসজি সমর্থকেরা।
পাঠক, আপনার কী মনে হয়? পিএসজি কি ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে?