২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিশ্বকাপ জিতেও নিজের অভ্যাসটা ছাড়তে পারলেন না স্কালোনি

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিছবি: রয়টার্স

এ মুহূর্তে দুনিয়ার সবচেয়ে প্রার্থিত, সবচেয়ে প্রিয় ফুটবল কোচ কে! উত্তরটা দিতে খুব ভাবার দরকার নেই। লিওনেল স্কালোনি আর্জেন্টিনার জার্সিতে খেলে যত না নাম কামিয়েছেন, জাতীয় দলের কোচ হয়ে কামিয়েছেন হাজার গুণ বেশি। সেটি অস্বাভাবিক নয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর তাঁর হাতে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার মতো দল হয়ে ওঠা, কোপা আমেরিকা জিতে দীর্ঘ ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপার স্বাদ পাওয়ার পরপরই তিনি তারকা কোচ হয়ে গেছেন।

আরও পড়ুন

এবার কাতারে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ-খরা কেটেছে। আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে স্কালোনি হয়ে গেছেন সিজার লুইস মেনোত্তি আর কার্লোস বিলার্দোর পর তৃতীয় বিশ্বকাপজয়ী কোচ। মারিও জাগালো আর কার্লোস আলবার্তো পাহেইরার পর তিনি লাতিন আমেরিকার তৃতীয় কোচ, যিনি কোপা আমেরিকার সঙ্গে জিতলেন বিশ্বকাপও। যেকোনো সাংবাদিকই এখন স্কালোনির একটা সাক্ষাৎকার পেলে বর্তে যান। নামকরা সব ফুটবল কোচদের পেছনের সারিতে ঠেলে দিয়ে স্কালোনিই এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে বড় তারকা কোচ।

সাইক্লিংয়ের পোশাকে স্কালোনি
ছবি: ওলে

স্কালোনি বিশ্বকাপ জিতে দেশে ফিরেই ছুটে গেছেন নিজের শহর পুহাতোতে। সেখানে স্থানীয় মানুষ বিপুল সংবর্ধনা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচকে। এমনিতে তিনি পরিবার নিয়ে থাকেন স্পেনের মায়োর্কাতে। কিন্তু নিজের জন্মস্থানের সঙ্গে সংযোগ তাঁর ভালোই। ছুটিতে ছুটে যান পুহাতোয়। সেখানে একটা জিনিস তাঁর খুব প্রিয়। সাইক্লিং। পুহাতোর বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় সাইকেল চালানো স্কালোনির ছুটি কাটানোর প্রিয় অনুষঙ্গ। বিশ্বকাপ জিতেও নিজের অভ্যাসটি ছাড়তে পারেননি তিনি। অবসরের এই সময়গুলো তিনি কাটাচ্ছেন চুটিয়ে সাইক্লিং করে।

জন্মস্থান পুহাতোতে স্কালোনি এখন বীর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জেতার পর এখন বড় প্রশ্ন, স্কালোনি কত দিন আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাঁর ওপর দায়িত্ব রেখে দেবে! ব্যাপার অনেকটা তেমনই। কিছুদিন আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়ার সঙ্গে তাঁর অনেক কিছু নিয়ে আলাপ হয়েছিল। তাপিয়া সেই সময় তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন তিনি স্কালোনির ওপরই আস্থা রাখতে চান। তবে আর্জেন্টাইন পত্রিকা ‘ওলে’ বলছে অন্য কথা। বিশ্বকাপ জেতার পর স্কালোনি স্বাভাবিকভাবেই নিজের আর্থিক দিকটা দেখবেন। তাঁর নিজের ইচ্ছার বিষয়টিও আছে। তাই স্কালোনি আর্জেন্টিনার কোচ হিসেবে থেকেই যাবেন—এটা বলার সময় এখনো আসেনি।