এনদ্রিক যেভাবে ‘ববি’ হয়ে গেলেন

ব্রাজিলের অনুশীলনে এনদ্রিকএএফপি

২০২৪ সালের ২৩ মার্চ। এই দিনটাকে সারা জীবনই মনে রাখবেন এনদ্রিক। ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলের নিজের প্রথম গোলটি যে এ দিনই করেছিলেন। সেটিও কোথায়—ওয়েম্বলিতে। ইংল্যান্ডের বিখ্যাত এই ফুটবল মাঠে সেদিন এনদ্রিকের গোলেই প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছিল ব্রাজিল। ওয়েম্বলিতে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডও গড়েন এনদ্রিক।

সেই দিনটাকে আরেকটি কারণেও মনে রাখতে হতে পারে এনদ্রিকের। সেদিন ম্যাচের পর আদর্শ মানা ফুটবলারের নাম বলার পর যে বাবার দেওয়া নিজের নামটা হারানোর দশা এনদ্রিকের!

ওয়েম্বলিতে সেই জয়ের পর আদর্শ হিসেবে ইংলিশ কিংবদন্তি ববি চার্লটনের নাম বলেছিলেন এনদ্রিক। ‘সর্বনাশ’ হয়েছে এতেই! মার্চের সেই রাতের পর থেকে এনদ্রিকের ব্রাজিল সতীর্থেরা ওই মুহূর্তটাকে ভুলতে দিচ্ছেন না এনদ্রিককে। তারা এনদ্রিককে এখন ‘ববি’ নামেই ডাকতে শুরু করেছেন।

শুধুই কী সতীর্থেরা! গত শুক্রবার তো কুরিতিবায় ইকুয়েডর ম্যাচের আগে অনুশীলনে ব্রাজিলের সমর্থকেরাও এনদ্রিককে ‘ববি চার্লটন’ নামে ডেকেছেন। এনদ্রিকও হাসিমুখে সেই ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়েছেন।

এনদ্রিককে যে ড্রেসিংরুমে সবাই ‘ববি’ ডাকা শুরু করেছেন, সেটি রোববার নিশ্চিত করেছেন রদ্রিগো। ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক রদ্রিগো ইএসপিএনকে বলেন, ‘সে এখন ববি, সে আর এনদ্রিক নেই। খোঁচাখুঁচি চলছেই। ওর কিছুই করার নেই। সে যদি রেগে যায়, তবে ব্যাপারটা আরও গুরুতর হয়ে উঠবে।’

ওয়েম্বলিতে ব্রাজিলের জার্সিতে প্রথম গোলের পর এনদ্রিকের গর্জন।
এক্স

জুলাইয়ে ১৮-তে পা দেওয়া এনদ্রিক ববি চার্লটনকে আদর্শ বলায় বিস্মিত হয়েছিলেন অনেকেই। এনদ্রিক সেদিন বলেছিলেন, ‘আমি ববি চার্লটনের ভক্ত, তিনি এই মাঠে কত খেলেছেন। যে মাঠে তিনি অনেক অনেক গোল করেছেন, সেই মাঠে খেলতে নেমে গোল পাওয়াটা আমার জন্য খুব বড় ব্যাপার।’

ওয়েম্বলির সেই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা ধারণা করেছিলেন গত অক্টোবরে মারা যাওয়া কিংবদন্তিকে নিয়ে কথা বলতে এনদ্রিককে কেউ বলে দিয়েছিলেন। ওই ধারণার পক্ষে কোনো প্রমাণ অবশ্য পাওয়া যায়নি। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম জানায় ভিডিও গেমে এনদ্রিকের দলে চার্লটন থাকেন।

আরও পড়ুন

ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ককে আদর্শ বলায় এনদ্রিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের বন্যাও বইছে। এনদ্রিকের অতীত প্রীতি নিয়েই মূলত মিমগুলো বানানো। এনদ্রিকের পুরোনো একটা সাক্ষাৎকারও নতুন করে সামনে এসেছে সম্প্রতি। যেখানে এনদ্রিক বলেন তাঁর বাবা রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর নামে রাখতে চেয়েছিলেন ছেলের নাম। এনদ্রিক কি জনপ্রিয়তা পেতেই এমনটা বলছেন, এমন প্রশ্নও ওঠে।

এবার রিয়ালে যোগ দিয়েছেন এনদ্রিক
এএফপি

তবে গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ইনফ্লুয়েন্সারকে দেওয়া সাক্ষাৎকারে আবারও নিজের অন্যতম ফেবারিট খেলোয়াড় হিসেবে ববি চার্লটনের নাম বলেন এনদ্রিক।

এ মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ববি নামটা যেন আরও পাকাপাকিভাবে পেয়েছেন এনদ্রিক। ২৫ আগস্ট রিয়ালের হয়ে প্রথম গোলের পর দলটির বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন ‘বিয়েন ববিইইইইইই’। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম লেখেন ‘ববিগোল’।
এনদ্রিকের নাম তাহলে ‘ববি’ হয়েই গেল!

আরও পড়ুন