ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্ত করা চিকিৎসক দিলেন আরও ভয়ংকর তথ্য

বুয়েনস এইরেসে ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামের পাশে কিংবদন্তির দেয়ালচিত্ররয়টার্স

ডিয়েগো ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্তে অংশ নিয়েছিলেন ফরেনসিক চিকিৎসক মরিসিও কাসিনেল্লি। গতকাল সান ইসিদরো আদালতে তিনি সাক্ষ্য দেন, ম্যারাডোনার মৃতদেহ ব্যবচ্ছেদ করে মনে হয়েছে ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ‘যন্ত্রণা’য় ভুগে মারা গেছেন।

ম্যারাডোনার শেষ দিনগুলোয় চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচার চলছে বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে। কোকেন ও মদ্যপানে আসক্ত ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পর ২০২০ সালের ২৫ নভেম্বর না–ফেরার দেশে পাড়ি জমান। বুয়েনস এইরেসের এক অভিজাত এলাকায় ভাড়া করা বাড়িতে জীবনের শেষ দিনগুলো কেটেছে কিংবদন্তি ফুটবলারের।

আরও পড়ুন

হৃদ্‌রোগ ও লিভার সিরোসিসে ভুগে মারা যাওয়ার আগে ‘অন্তত ১০ দিন’ ধরে ম্যারাডোনার ফুসফুসে পানি জমেছে বলে আদালতে সাক্ষ্য দেন কাসিনেল্লি। বিচারকদের তিনি বলেন, ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের এ বিষয়টি খেয়াল করা উচিত ছিল।

বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে চলছে মামলার শুনানি
এএফপি

কাসিনেল্লি বলেছেন, ম্যারাডোনার হৃৎপিণ্ডের ওজন ‘স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়েছিল’। যেটার কারণে নিঃসন্দেহে মৃত্যুর আগে অন্তত ১২ ঘণ্টা তিনি ‘যন্ত্রণা’য় ভুগেছেন। কৌঁসুলিরা বলেছেন, সাতজনের মেডিকেল দলের অধীনে ম্যারাডোনার শেষ দিনগুলো ছিল ‘হরর থিয়েটার’।

আরও পড়ুন

অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদ্‌যন্ত্র বিকল ও ‘অ্যাকিউট পালমোনারি এডেমা’য় ভুগে ম্যারাডোনাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ফুসফুসে পানি জমলে এই অবস্থা হয়। কাসিনেল্লি আরও বলেছেন, যে বাড়িতে ম্যারাডোনা মারা যান, সেটা ‘ঘরোয়া হাসপাতালের জন্য বেমানান’ বলে মনে হয়েছে তাঁর। মামলায় বিবাদীপক্ষকে ‘সম্ভাব্য ইচ্ছাপ্রসূত অবহেলাজনিত হত্যা’র দায়ে অভিযুক্ত করা হয়েছে। রোগী মারাও যেতে পারেন, তা জেনেও কিছু সিদ্ধান্ত কার্যকর করেছেন তাঁরা।

আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতান ম্যারাডোনা
এএফপি

অভিযোগ প্রমাণিত হলে দোষীদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে। কৌঁসুলিরা অভিযোগ করেছেন, মৃত্যুর আগে ম্যারাডোনাকে ‘দীর্ঘ ও যন্ত্রণাকাতর সময়’ ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। এ মামলায় প্রায় ১২০ জনের সাক্ষ্যদানের কথা রয়েছে, যা চলতে পারে আগামী জুলাই পর্যন্ত।