বেতিসের কাছে পয়েন্ট খোয়াল রিয়াল
আবারও রিয়াল মাদ্রিদকে ম্যাচের প্রথম গোল এনে দিলেন জুড বেলিংহাম। এ নিয়ে লিগে পঞ্চমবার। কিন্তু দিন শেষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রিয়াল মাদ্রিদ। লা লিগায় রিয়াল বেতিসের মাঠে খেলতে গিয়ে ১-১ সমতা নিয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।
এই পয়েন্ট ভাগাভাগির পরও অবশ্য লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষেই আছে রিয়াল। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।
বেনিতো ভিলামারিন স্টেডিয়ামের ম্যাচটিতে রিয়াল খেলতে নামে বেতিসের মাঠে সর্বশেষ ৭ ম্যাচের ৫ জয় আর ১ ড্রয়ের স্মৃতি নিয়ে। এর মধ্যে গোলশূন্য ড্রটি ছিল গত মৌসুমে। এবারও প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৩তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেলিংহাম। ব্রাহিম দিয়াজের উঁচু করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ভেতরে ঢুকে নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার।
লিগে এটি তাঁর ১২তম গোল, রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬তম। বেলিংহামের গোলটি ৬৬তম মিনিটে শোধ করে দেন বেতিসের আইতর রুইবাল। ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটটির নাগাল পাননি আন্দ্রে লুনিন।
ম্যাচের ৭৯তম মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলের সম্ভাবনা জাগান টনি ক্রুস। তবে অভিজ্ঞ এই মিডফিল্ডারের ফ্রি–কিক ঝাঁপিয়ে প্রতিহত করে দেন রিয়াল গোলকিপার রুই সিলভা। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।