২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে যত সমীকরণ

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদছবি: রিয়াল মাদ্রিদ টুইটার

কাতার বিশ্বকাপের উত্তাপ এখনই আঁচ করা যাচ্ছে। নভেম্বর এলে সেটা স্ফুলিঙ্গ মনে হবে। তখন ক্লাব ফুটবলে মনোযোগ কমিয়ে জাতীয় দল নিয়ে ভাবতে শুরু করবেন খেলোয়াড়েরা। সে কারণে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের হিসাব-নিকাশ আগেভাগেই চুকাতে চাইবে দলগুলো। সম্ভব হলে সেটা আজ রাতেই।

কয়েকটি দল এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে নির্ভার। যাদের ভাগ্য যদি-কিন্তুর ওপর দাঁড়িয়ে, তারা পাচ্ছে আর দুটি করে ম্যাচ।

গ্রুপ ই

সালজবুর্গ-চেলসি

জাগরেব-এসি মিলান

চেলসি: জিতলেই শেষ ষোলো নিশ্চিত। এসি মিলান জিতলে ড্র যথেষ্ট। নিজেরা জিতলে ও দিনামো জাগরেব জিততে না পারলে হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

সালজবুর্গ: নিজেরা জিতলে ও এসি মিলান জিততে না পারলে শেষ ষোলো নিশ্চিত।

এসি মিলান: জিতলে শেষ ষোলোর আশা টিকে থাকবে। নিজেরা হারলে ও সালজবুর্গ জিতলে বিদায় নিশ্চিত।

দিনামো জাগরেব: নিজেরা হারলে ও চেলসি ড্র করলেই বাদ।

অনুশীলনে চেলসি
ছবি: এএফপি

গ্রুপ এফ

লাইপজিগ-রিয়াল মাদ্রিদ

সেল্টিক-শাখতার

রিয়াল মাদ্রিদ: দুই ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলো নিশ্চিত হয়েছে। আজ হার এড়ালেই গ্রুপ চ্যাম্পিয়ন।

লাইপজিগ: নিজেরা জিতলে ও শাখতার দোনেৎস্ক হারলে কোনো সমীকরণ ছাড়াই নকআউট পর্বে উঠে যাবে।

শাখতার দোনেৎস্ক: জিতলে শেষ ষোলোর আশা টিকে থাকবে। নিজেরা হারলে ও লাইপজিগ জিতলে বিদায় নিশ্চিত।

সেল্টিক: গ্রুপ পর্ব থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে।

গ্রুপ জি

সেভিয়া-কোপেনহেগেন

ডর্টমুন্ড-ম্যান সিটি

ম্যানচেস্টার সিটি: নকআউট পর্ব অনেক আগেই নিশ্চিত হয়েছে। গ্রুপসেরা হতে চাইলে আজ ড্রই যথেষ্ট।

বরুসিয়া ডর্টমুন্ড: জিতলেই নকআউট পর্ব নিশ্চিত। সেভিয়া-কোপেনহেগেন পয়েন্ট ভাগাভাগি করলে ড্র করলেও চলবে।

সেভিয়া: হারলেই বিদায় নিশ্চিত। বরুসিয়া ডর্টমুন্ড অন্তত ড্র করলে নিজেরা জিতলেও বাদ পড়তে হবে।

কোপেনহেগেন: বরুসিয়া ডর্টমুন্ড জিতলেই বিদায় নিতে হবে। তবে ডর্টমুন্ড হারলে ও নিজেরা জিতলে আশা থাকবে।

চ্যাম্পিয়নস লিগে মাঠে নামার আগে অনুশীলনে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ
ছবি: ম্যানচেস্টার সিটি টুইটার

গ্রুপ এইচ

বেনফিকা-জুভেন্টাস

পিএসজি-ম্যাকাবি

পিএসজি: জিতলেই শেষ ষোলো নিশ্চিত। বেনফিকার সঙ্গে জুভেন্টাস জিততে না পারলে ড্র করলেও চলবে।

বেনফিকা: জিতলে তারাও শেষ ষোলো পর্বে উঠে যাবে। পিএসজির সঙ্গে ম্যাকাবি হাইফা জিততে না পারলে ড্র করলেও চলবে।

জুভেন্টাস: শেষ দুই ম্যাচ জিততেই হবে। কোনো একটিতে পয়েন্ট হারালেই বিদায় নিশ্চিত।

ম্যাকাবি হাইফা: ঠিক জুভেন্টাসের মতোই সমীকরণের সামনে। আর একটি পয়েন্টও হারানোর সুযোগ নেই।