২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ফিলিস্তিন ম্যাচের আগে জোড়া চোটে বাংলাদেশ

তারিক কাজী ও শেখ মোরছালিনপ্রথম আলো

পা‌য়ের আঙ্গুলের চোটে প্রায় দুই মাস মাঠে নেই শেখ মোরছালিন। ওদিকে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তারিক কাজী। ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে তাঁদের এই জোড়া চোট ধাক্কা হয়েই এসেছে জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার জন্য।

গত বছর জাতীয় দলে অভিষেকের পর থেকেই আলোচনায় মোরছালিন। ৯ ম্যাচে করেছেন ৪ গোল। কিন্তু এ বছর তাঁর সময়টা ভালো কাটছে না। চোটের কারণে খেলতে পারছে না ঘরোয়া ফুটবল। ২৬ ডিসেম্বর ফেডারেশন কাপে ফর্টিসের বিপক্ষে শেষ দিকে বদলি নেমে ডান পায়ের আঙুলে চোট পান। সেই থেকে আর ম্যাচ খেলা হয়নি। বসুন্ধরা কিংসের জার্সিতে নামা হয়নি এবারের প্রিমিয়ার লিগের প্রথম আট ম্যাচের কোনোটিতেই।

এই অবস্থায় ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচে না থাকার সম্ভাবনাই বেশি মোরছালিনের। সেই আভাস আজ পাওয়া গেল জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার কথায়। বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কোচ বলেছেন, ‘এই উইন্ডো সম্ভবত সে মিস করবে। সে আমাদের দলে বিশেষ খেলোয়াড়। দলে তার অন্তর্ভূক্তি একটা দল হিসেবে আমাদের শক্তিশালী করে। তবে সে না খেললে সেটা অন্যদের জন্য সুযোগ হবে।’

বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর থেকেই আলোচনায় মোরছালিন
প্রথম আলো

মোরছালিনকে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্পে নেওয়া হবে কিনা জানতে চাইলে কোচ বলেন, ‘এটা এখনো নিশ্চিত নয়। তবে তার দলের সঙ্গে যাওয়া কঠিন।’ অনিশ্চয়তা মোরছালিনের কথাতেও, ‘আমার চোটের যা অবস্থা তাতে সেরে উঠতে সময় লাগবে। হয়তো মার্চ-এর মাঝামাঝি পর্যন্ত লাগতে পারে। কোচ আমাকে দলে নেবেন কি না জানি না। তবে আমার একটু সময় লাগবে।’

জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজী অ্যাংকেলে চোট পান গত ৬ ফেব্রুয়ারি ফেডা‌রেশন কা‌পে শেখ রা‌সে‌লের বিপ‌ক্ষে ম‌্যা‌চে। মাঠ ছাড়তে হয়েছিল স্ট্রেচা‌রে চড়ে। তারিকের চোট নিয়ে কাবরেরা কিছু না বললেও বসুন্ধরা কিংস সূত্রে জানা গেছে, চোট গুরুতরই। মা‌ঠে ফির‌তে সময় লাগ‌বে। মোরছা‌লি‌নের মতো সৌ‌দি আর‌বের প্রস্তু‌তি ক‌্যা‌ম্পে তাই না থাকার শঙ্কা আছে তাঁরও।

এই অবস্থায় কোচ আছেন বিকল্প সন্ধানে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বের নবম ও শেষ রাউন্ড আগামী শুক্র-শনিবার। এই দুই রাউন্ড শেষে সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের জন্য দল ঘোষণা করবেন কাবরেরা। দলে কয়েকজন নতুন খেলোয়াড় নেওয়ার আভাস দিয়েছেন তিনি, ‘অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ের কয়েকজন খেলোয়াড়ের উন্নতিতে আমি সন্তুষ্ট। তাদের মধ্যে কয়েকজনের জন্য হয়তো একটু অপেক্ষা করতে হবে। তবে অনূর্ধ্ব-২৩ এর কয়েকজন থাকতে পারে আমার তালিকায়।’ সৌদি আরবে ক্যাম্পের জন্য ২৬ থেকে ২৮ জন ফুটবলার নিবেন কোচ।

তারিক কাজীও চোটে ভুগছেন
প্রথম আলো

বাংলাদেশ দল সৌদি আরব যাচ্ছে ২ মার্চ। সেখানে অন্তত দুটি প্রস্ততি ম্যাচ খেলার ইচ্ছা কোচের। সৌদি আরবে ক্যাম্প করছে এমন কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ চলছে। তেমন কোনো দল না পেলে সৌদি আরবের ক্লাব দলের সঙ্গে ম্যাচ হতে পারে।

বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ ২১ মার্চ কুয়েতে। প্রতিপক্ষকে বেশ সমীহই করছেন বাংলাদেশ কোচ। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ফিলিস্তিনের ম্যাচ দেখার অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘সফল একটা এশিয়ান কাপ শেষ করেছে ফিলিস্তিন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র করেছে, হংকংয়ের বিপক্ষে জিতেছে। কাতারের বিপক্ষে এক গোলে এগিয়ে গিয়ে হেরেছে। প্রথমবার শেষ ষোলোয় উঠেছে। জানি ওরা কতটা শক্তিশালী। অবশ্য নিজেদের ওপর আস্থা আছে আমাদের। আশা করি তাদের সামনে নিজেদের কঠিন দল হিসেবে তুলে ধরতে পারব।’