ইতিহাস গড়া স্কালোনি মুগ্ধ দলের ঘুরে দাঁড়ানোয়
চোখের জল সামলাতেই পারলেন না লিওনেল স্কালোনি।
কীভাবে সামলাবেন! ইতিহাস গড়া অর্জন তাঁর। আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে তিনি এখন আরেক বিশ্বকাপজয়ী কোচ। ১৯৭৮ সালে সিজার লুইস মোনোত্তি আর ১৯৮৬–তে কার্লোস বিলার্দোর সঙ্গে তিনি এখন ব্র্যাকেটবন্দী। বিশ্বকাপজয়ী কোচ হিসেবে নিজের কীর্তিটা গড়লেন মহানাটকীয় এক ম্যাচের পর।
যে ম্যাচে রোমাঞ্চ, আবেগ, উত্তেজনা একাকার হয়ে ধরা দিয়েছিল। ম্যাচ শেষে পুরো সময়টাকেই অবিশ্বাস্য মনে হচ্ছিল আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির। তিনি কাঁদছিলেন। তাঁকে কাঁদতেই হতো।
স্কালোনি তাঁর দল নিয়ে মুগ্ধ। এই দল যে ধাক্কা খেয়ে ঘুরে দাঁড়ায়, বিশ্বকাপ ফাইনালে এসে সেটিই আবার প্রমাণিত হয়েছে, ‘আমি আজকে দলের খেলায় মুগ্ধ। আমরা ধাক্কা খেয়েছি, খেলায় সমতা ফিরেছে দুবার, আমরা আবেগপ্রবণ হয়েছি। এটা ঐতিহাসিক মুহূর্ত। আমি সবাইকে মুহূর্তটা উপভোগ করতে বলব।’
দলের ঘুরে দাঁড়ানোটাই মুগ্ধ করেছে স্কালোনিকে, ‘পুরো খেলাটাই অবিশ্বাস্য। যে খেলাটাকে খুব সহজ মনে হচ্ছিল, যে খেলাটা মনে হচ্ছিল আমাদের নিয়ন্ত্রণে, সেই ম্যাচটাতেই আমরা কী সংগ্রামটাই না করলাম। কিন্তু এই দল কঠিন সময়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি দুর্দান্ত।’