এবার আলমেরিয়ার কাছেও হেরে গেল বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ আগের রাতেই ড্র করেছে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে। বার্সেলোনার সামনে তাই সুযোগ ছিল আজ রোববার আলমেরিয়াকে হারিয়ে রিয়ালের সঙ্গে লিগের পয়েন্ট তালিকায় ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। কিন্তু জাভি হার্নান্দেজের দল সেটা তো পারলই না, উল্টো এলোমেলো ফুটবল খেলে ১-০ গোলে হেরেই গেল আলমেরিয়ার কাছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে ২-১ গোলে হেরে ছিটকে পড়ার পর এবার লা লিগায়ও হার। হঠাৎ করেই যেন কিছুটা ছন্দহীন হয়ে পড়ল বার্সা।
তবে এ হারের পরও ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে খুব শক্তভাবেই লা লিগায় শীর্ষস্থানে আছে বার্সা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তিনে থাকা সোসিয়েদাদের পয়েন্ট ৪৩।
৭২ ভাগ বলের দখল রেখেও এবং বেশ কিছু সুযোগ তৈরি করেও ম্যাচে কোনো গোল পায়নি বার্সেলোনা। ওদিকে ২৪ মিনিটে মালির স্ট্রাইকার এল বিলাল তোরের একমাত্র গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলমেরিয়া। মিনিট তিনেক পরে টের স্টেগেন দারুণ সেভ না করলে বার্সা দ্বিতীয় গোলটাও হজম করে ফেলত।
প্রথমার্ধে বেশ এলোমেলো খেললেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে রাফিনিয়া নামার পর বার্সার খেলায় ধার বাড়ে। কিন্তু আলমেরিয়ার ডি-বক্সের কাছাকাছি গিয়ে বারবার খেই হারাতে থাকে বার্সেলোনা। রবার্ট লেভানডফস্কি, গাভি ও রাফিনিয়ারা একের পর এক সুযোগ নষ্ট করে গেছেন। আলমেরিয়ার স্প্যানিশ গোলরক্ষক ফার্নান্দো মার্তিনেজকে তাই খুব বড় পরীক্ষা দিতে হয়নি। এর মূল কৃতিত্ব পাবে ব্রাজিলিয়ান রদ্রিগো এলির নেতৃত্বে আলমেরিয়ার রক্ষণভাগ। বার্সেলোনার আক্রমণভাগকে মার্তিনেজের কাছেই যেতে দেননি তাঁরা।
লিগে ১৩ ম্যাচ পর বার্সেলোনার বিপক্ষে জয় পেল আলমেরিয়া। দারুণ এক জয়ে অবনমন অঞ্চল থেকে বেশ নিরাপদ দূরত্বে আপাতত আলমেরিয়া, পয়েন্ট তালিকায় উঠে এসেছে ১৫ নম্বরে। ওদিকে এই হারের পর আপাতত রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে বার্সা। মার্চে আরও একটা এল ক্লাসিকো বাকি, লিগে সব মিলিয়ে বাকি ১৫ ম্যাচ। শিরোপা লড়াই তাই এখনো উন্মুক্তই বলা যায়।