‘উড়ু উড়ু’ মনের নেইমারকে চেলসিতে নিতে মানা
চেলসিতে শিগগিরই হয়তো দেখা যাবে নতুন কোচ। আপত্কালীন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জায়গা নেওয়ার ক্ষেত্রে শোনা যাচ্ছে পিএসজির সাবেক আর্জেন্টাইন মরিসিও পচেত্তিনোর নাম। অন্যদিকে শোনা যাচ্ছে, সামনের দলবদলের বাজারে নেইমারকে বিক্রি করে দিতে পারে পিএসজি।
দুইয়ে দুইয়ে চার মিলিয়ে কেউ কেউ নেইমারের সম্ভাব্য ভবিষ্যৎ ঠিকানা হিসেবে স্টামফোর্ড ব্রিজকে দেখছেন। কিন্তু আর্জেন্টাইন কোচ পচেত্তিনোকে নিয়ে এলেও নেইমারকে না আনার জন্য চেলসিকে পরামর্শ দিয়েছেন ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করা গ্যাব্রিয়েল আগবনলাহোর।
নেইমারকে না কেনার পরামর্শ চেলসিকে কেন দিচ্ছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অ্যাস্টন ভিলার হয়ে খেলা ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড। এখানে যেকোনো ক্লাবে ব্রাজিলিয়ান তারকার ‘উড়ু উড়ু’ মনটাকেই সমস্যা মনে করছেন আগবনলাহোর।
২০০৮ ও ২০০৯ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৩টি ম্যাচ খেলা আগবনলাহোর বলেছেন, ‘(দলবদল বাজারে) আমি নেইমারের পেছনে ছুটতাম না। তাকে দলেও নিতাম না।’ ফুটবল ইনসাইডারকে দেওয়া সাক্ষাৎকারে আগবনলাহোর এরপর এর কারণটা ব্যাখ্যা করেছেন, ‘সে ইংল্যান্ডে এলে আপনি তাকে হ্যারডস (লন্ডনে অবস্থিত বিশ্বের অন্যতম অভিজাত ডিপার্টমেন্টাল স্টোর) থেকে বেরই করতে পারবেন না। সে সেখান থেকে শুধু আরেকটি বেতন পাওয়ার দিনই বের হবে।’
নেইমারের ‘উড়ু উড়ু’ মন নিয়ে অনেকটাই বিরক্ত আগবনলাহোর এরপর বলেছেন, ‘তাকে দেখে মনে হয়, ক্লাব ফুটবলে তার আগ্রহ নেই। আপনি যদি তাকে শুধু ব্রাজিলের হয়ে খেলার প্রস্তাব দেন, তার তর সইবে না। চেলসির আরেকটি অহমপূর্ণ খেলোয়াড়ের দরকার নেই। পচেত্তিনো আসছে, পিএসজিতে সম্ভবত তিনি নেইমারকে সামলাতে পারেননি।’
নেইমার তাহলে কোথায় খেলতে পারেন—এর উত্তরটা রূঢ়ভাবেই দিয়েছেন আগবনলাহোর, ‘যে অর্থ (চেলসিতে সে ভাবে), সেটা বড় কোনো অঙ্ক নয়। আমি মনে করি, পিএসজি থেকে সে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্য কোথাও যেতে পারে।’