চ্যাম্পিয়নস লিগের ড্রতে কোন পটে কারা ও কীভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ড্র। মোনাকোর গ্রিমালদি ফোরামে নির্ধারিত হবে প্রথম পর্বে দলগুলো কোন আটটি দলের বিপক্ষে খেলবে।

এবার এ রকম চিরাচরিত ড্র হবে না চ্যাম্পিয়নস লিগেফাইল ছবি

৩৬টি দলকেই পেয়ে গেছে নতুন কাঠামোর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। গত রাতে বাছাইপর্বের প্লে-অফ রাউন্ড শেষেই চূড়ান্ত হয়েছে কারা খেলবে এবারের চ্যাম্পিয়নস লিগে। এরপর আজ ২০২৩-২৪ মৌসুমের ক্লাব কোএফিশিয়েন্টের র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ক্লাবগুলোকে চারটি পট বা পাত্রে সাজিয়েছে উয়েফা। তবে ব্যতিক্রম শুধু একটি জায়গাতেই। র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে এক নম্বর বাছাই ধরা হয়েছে। বাকি ক্লাবগুলো র‍্যাঙ্কিং মেনেই জায়গা পেয়েছে বিভিন্ন পটে।

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোয় অনুষ্ঠিত হবে ড্র। ড্রয়ের কিছু অংশ হবে ম্যানুয়ালি, বাকিটা ডিজিটালি হবে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। ড্রয়ে নির্ধারিত হবে প্রতিটি দল এবার কোন আটটি দলের বিপক্ষে খেলবে সেটি।

কীভাবে হবে ড্র

• সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে সেই সফটওয়্যার।
• এভাবে প্রথম পটের ৯টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে।
• প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।
• একই দেশের ক্লাবগুলো পরস্পরের বিপক্ষে খেলবে না।
• একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।

আরও পড়ুন