ইউরোতে খেলা হচ্ছে না বেরারদির

দমেনিচিও বেরারদিইনস্টাগ্রাম

ইতালিয়ান সিরি আ–তে পরশু ভেরোনার বিপক্ষে ১–০ গোলে হেরেছে সাসসুয়ালো। এ ম্যাচে সাসসুয়ালোর ইতালিয়ান ফরোয়ার্ড দমেনিচিও বেরারদির অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় তাঁর মৌসুম শেষ হয়ে যাওয়ার পাশাপাশি ইউরোতে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন

সাসসুয়ালো আজ বিবৃতিতে বলেছে, পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, বেরারদির ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন পুরোপুরি ছিঁড়ে গেছে। আগামীকাল তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে। তবে ২৯ বছর বয়সী বেরারদিকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে—সেটি অবশ্য জানায়নি সাসসুয়ালো।

পায়ের মেনিসকাসিস চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর ভেরোনার মুখোমুখি বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন বেরারদি। এ সময়ে ৬টি ম্যাচ মিস করেছেন তিনি। ভেরোনার বিপক্ষে ম্যাচের ৫৮ মিনিটে প্রতিপক্ষ গোলকিপারের শট রুখতে গিয়ে ডান পায়ে ব্যথা পান বেরারদি। এরপর পা ধরে বসে পড়েন মাঠেই। দলের মেডিকেল টিম গিয়ে তাঁকে মাঠ থেকে বের করে এনেছে।

২০১৮ সালে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ইতালির হয়ে অভিষেক বেরারদির। দেশের হয়ে এরই মধ্যে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা জিতেছেন তিনি। ২০২০ ইউরো ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচ ১–১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ইতালির হয়ে প্রথম লক্ষ্যভেদ বেরারদির। পরে টাইব্রেকারে ৩–২ গোলের জয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি।

আরও পড়ুন

কিন্তু এখন চোটে পড়ায় ২০২৪ ইউরো শুরুর আগেই বেরারদির ভালো বিকল্প খুঁজে বের করতে হবে ইতালি কোচ লুসিয়ানো স্প্যালেত্তিকে। বেরারদিকে ছাড়া সাসসুয়ালোও বেশ বিপদে পড়বে। সিরি আ পয়েন্ট টেবিলে ২৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এখন অবনমন অঞ্চলে (১৯তম) রয়েছে সাসসুয়ালো।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) অবশ্য এখনই বেরারদির ইউরো থেকে ছিটকে পড়ার কথা জোর দিয়ে বলেনি। ইউরোয় তাঁকে না–ও পাওয়া যেতে পারে, জানিয়েছে এপি। জার্মানিতে আগামী ১৪ জুন শুরু হয়ে ১৪ জুলাই শেষ হবে ইউরো। ‘বি’ গ্রুপে ইতালির প্রতিপক্ষ স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।

আরও পড়ুন