বেকেনবাওয়ারকে শ্রদ্ধা জানানোর রাতে কেইনের রেকর্ড

কেইনের আরেকটি মাইলফলকএএফপি

‘কাইজার’খ্যাত কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যুর পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ এরিনায় গতকাল রাতে বায়ার্ন-হফেনহেইম ম্যাচজুড়েই ছিলেন বেকেনবাওয়ার। নানাভাবে শ্রদ্ধা জানানো হয়েছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে। বায়ার্ন খেলোয়াড়দের জার্সির সামনের অংশে লেখা ছিল ‘ডানকে ফ্রাঞ্জ’, বাংলায় যার অর্থ ‘ধন্যবাদ ফ্রাঞ্জ’। ম্যাচের আগে মাঠে উপস্থিত ৭৫ হাজার দর্শক ও খেলোয়াড়েরা এক মিনিট নীরবতার মধ্য দিয়ে স্মরণ করেন কিংবদন্তিকে।

বায়ার্ন এদিন অনুশীলনও করেছে বেকেনবাওয়ারের আইকনিক ৫ নম্বর জার্সি পরে। ম্যাচ শুরুর আগে খেলোয়াড়েরা মাঠে নামার সময় শোনা যায় ১৯৬০–এর দশকে বেকেনবাওয়ারের রেকর্ড করা গান ‘গুটে ফ্রেউনডে’ও।

আরও পড়ুন

খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা বেকেনবাওয়ারকে শ্রদ্ধা জানাতে এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন বায়ার্নের বেশ কয়েকজন সাবেক ফুটবলারও। বায়ার্ন তারকা থমাস মুলার বলেছেন, ‘সঠিক শব্দ খুঁজে পাওয়া কঠিন। শুধু বায়ার্ন পরিবারই নয়, বিশ্বজুড়ে সবার কাছ থেকে বেকেনবাওয়ার স্বীকৃতি পেয়েছেন।’

আবেগপ্রবণ এই রাতে বায়ার্ন অবশ্য নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি। এরপরও অবশ্য ৩-০ গোলের বড় জয় পেতে খুব একটা সমস্যা হয়নি তাদের। আর এই রাতে বায়ার্নের হয়ে গোল করে আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন হ্যারি কেইন। ম্যাচের ৯০ মিনিটে লক্ষ্য ভেদ করেন এই ইংলিশ স্ট্রাইকার, যা তাঁকে অর্ধেক মৌসুম শেষে সর্বোচ্চ গোল করার রেকর্ডে রবার্ট লেভানডফস্কির পাশে বসিয়েছে। ১৬ ম্যাচে কেইনের গোল এখন ২২টি।

বেকেনবাওয়ারকে শ্রদ্ধা জানাতে এদিন তাঁর আইকনিক জার্সি পরে অনুশীলন করেছেন কেইনরা
এএফপি

কেইনের রেকর্ডছোঁয়া গোলের আগেই অবশ্য জোড়া গোলে বায়ার্নের জয় নিশ্চিত করেন জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ম্যাচে ১৮ মিনিটে দারুণ এক শটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন মুসিয়ালা। আর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে বায়ার্নের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেছেন এই তরুণ মিডফিল্ডার।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ম্যাচে জোড়া গোল করা মুসিয়ালা বলেছেন, তারা ম্যাচটি বেকেনবাওয়ারের জন্যই জিততে চেয়েছেন, ‘তিনি বায়ার্নের জন্য অনেক কিছু করেছেন। আমরা তাঁর জন্য জিততে চেয়েছি। তিনি আমার সময়ের অনেক আগের। কিন্তু আমি ভিডিওতে যা দেখেছি, যা শুনেছি, তিনি একজন কিংবদন্তি।’

আরও পড়ুন

জেতার পরও অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারেনি বায়ার্ন। ১৬ ম্যাচে ১৩ জয়, ২ ড্র এবং ১ হারে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বায়ার্ন। সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের পয়েন্ট ৪২। আজ রাতে অসবার্গের বিপক্ষে মুখোমুখি হবে লেভারকুসেন।