কানাডা ম্যাচের আগে মেসিদের প্রেরণাদায়ী বার্তা মার্তিনেজের

মার্তিনেজ এখন মেসিদের প্রেরণার এক নামএএফপি

লিওনেল মেসি থেকে শুরু করে আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ বা দলের যেকোনো সদস্য অথবা কোচ লিওনেল স্কালোনি—আর্জেন্টিনা দলের সবার জন্যই এখন প্রেরণার এক নাম এমিলিয়ানো মার্তিনেজ। কোপা আমেরিকায় বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ছয়টায় কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে এই মার্তিনেজই আর্জেন্টিনা দলের সতীর্থ ও সমর্থকদের প্রেরণাদায়ী একটি বার্তা দিয়েছেন।

আর্জেন্টিনা দল তখন অনুশীলন করছিল, সবাই যাঁর যাঁর মতো ঘাম ঝরাচ্ছিলেন। গোলপোস্টের নিচে অনুশীলন করছিলেন মার্তিনেজও। এমন সময় তাঁর দিকে এগিয়ে যায় আর্জেন্টিনার অনুশীলন কাভার করতে যাওয়া একটি টেলিভিশন ক্যামেরা।

আরও পড়ুন
আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ
এএফপি

টেলিভিশনের ক্যামেরা দেখেই মার্তিনেজ অনুশীলন থামিয়ে সামনে এগিয়ে আসেন। ক্যামেরার খুব কাছে মুখ নিয়ে তিনি কথা বলতে শুরু করেন। মার্তিনেজের কথা খুব বেশি ছিল না। সেমিফাইনালের আগে সতীর্থ ও সমর্থকদের একটু অনুপ্রাণিত করতে চাইলেন তিনি এই বলে, ‘আর একটা (জয়) এবং আমরা ফাইনালে।’ মার্তিনেজ এরপর তাঁর তর্জনী উঁচিয়ে ধরলেন এবং গ্লাভসে চুমু খেলেন।

ঠিক সেভাবে মার্তিনেজ গ্লাভসে চুমু খেলেন, যেমন করে চুমু খেয়েছিলেন ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে দুটি পেনাল্টি জিতে আর্জেন্টিনাকে জেতানোর পর। সেই ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক মেসি টাইব্রেকারে পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন।

আরও পড়ুন

মেসির সেই মিসের পরও মেসিকে তো বটেই, সব সতীর্থদেরই তিনি অনুপ্রাণিত করেছিলেন। কীভাবে সেদিন সবার স্নায়ু ঠিক রাখার চেষ্টা করেছিলেন, সেটা তিনি ম্যাচের পর বলেছিলেনও, ‘ছেলেদের বলেছিলাম যে আমি বাড়ি যেতে রাজি নই।’
মার্তিনেজ সেটা করেও দেখিয়েছেন!

আরও পড়ুন