২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভিলায় মেয়াদ বাড়ল এমেরির

অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরিরয়টার্স

অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন কোচ উনাই এমেরি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি আজ এ খবর জানিয়েছে। এমেরির আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।

আরও পড়ুন

ভিলা পার্কের ক্লাবটির কোচের দায়িত্ব নিয়ে বেশ ভালো করেছেন এমেরি। ২০২২ সালে এমেরি স্টিভেন জেরার্ডের স্থলাভিষিক্ত হওয়ার সময় লিগে ১৬তম স্থানে থেকে অবনমন এড়ানোর লড়াই লড়ছিল ভিলা। সেখান থেকে ক্লাবটিকে তুলে এনে চ্যাম্পিয়নস লিগে খেলানোর স্বপ্ন দেখাচ্ছেন এই স্প্যানিশ কোচ। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের চারে ভিলা। ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা টটেনহামের চেয়ে তারা এগিয়ে ৬ পয়েন্ট ব্যবধানে।

ভিলাকে ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালেও তুলেছেন ৫২ বছর বয়সী এমেরি। এই টুর্নামেন্টে ১৯৮২ সালের পর নিজেদের প্রথম ইউরোপিয়ান ট্রফি জিততে চাইবে ক্লাবটি। চুক্তির মেয়াদ বাড়ানোর পর এমেরি বলেছেন, ‘ভিলার সমর্থক, মালিক ও ম্যানেজমেন্টকে নিয়ে আমরা নিজেদের যাত্রাটা উপভোগ করছি।’

আরও পড়ুন