রাশফোর্ডকে নিয়ে কী হচ্ছে ইউনাইটেডে

ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডরয়টার্স

কোচ বদলেও এখন পর্যন্ত ভাগ্য বদলাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের পথ ধরে একের পর এক ম্যাচে হেরেই চলেছে কোচ রুবেন আমোরিমের দলটি। সর্বশেষ গতকাল রাতে অবনমনের আশপাশে থাকা উলভসের বিপক্ষেও ২–০ গোলে হেরেছে ইউনাইটেড।

টানা হারের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনায় ইউনাইটেড। এর কেন্দ্রে দলের অন্যতম সেরা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। তাঁর দলে জায়গা না পাওয়া নিয়ে আছে নানা ধরনের গুঞ্জন। ইউনাইটেড কোচ আমোরিম অবশ্য জানিয়েছেন, মানের দিক থেকে ইতিবাচক পরিবর্তন না আসার কারণে এখনো সুযোগ পাচ্ছেন না রাশফোর্ড।

১২ ডিসেম্বর ইউরোপা লিগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ম্যাচের পর আর দলে সুযোগ পাননি রাশফোর্ড। এমনকি সেই ম্যাচের পর একাদশে দূরে থাক, টানা চার ম্যাচে স্কোয়াডেও জায়গা হয়নি। রাশফোর্ডের সুযোগ না পাওয়ার কারণ হিসেবে বারবার তাঁর খেলার মানের বিষয়টি সামনে আনছেন আমোরিম। এমনকি কখন সুযোগ পেতে পারেন, তেমন কোনো ইঙ্গিতও দেননি এই পর্তুগিজ।

আরও পড়ুন

যে কারণে এখন রাশফোর্ডের দলবদলের গুঞ্জনও সামনে আসতে শুরু করেছে। যদিও কদিন আগেই রাশফোর্ড নিজে বলেছেন, ইউনাইটেডের হয়ে তিনি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং নিজের পেশাদার ক্যারিয়ার ইউনাইটেডের হয়েই শেষ করতে চান। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ উলভসের বিপক্ষে রাশফোর্ড বাদ পড়ার পর পর্তুগিজ কোচ আমোরিম বলেছেন, ‘এটা (তার বাদ পড়ার কারণ) সব সময় একই এবং সব সময় তা–ই থাকবে। আমাদের সব সময় একই রকম পেশাদার থাকতে হবে। হারি কিংবা জিতি, মানুষ হিসেবে আমাদের একই রকম থাকতে হবে। আমাকে অবশ্যই শক্ত থাকতে হবে এবং আমি শেষ পর্যন্ত নিজের আদর্শ ধরে রেখে কাজ করে যাব।’ বাদ পড়ার পর থেকে রাশফোর্ড কোনো পার্থক্য দেখাতে পেরেছেন কি না, জানতে চাইলে আমোরিম বলেছেন, ‘যেহেতু সে এখানে নেই, বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।’

ইউনাইটেড কোচ রুবেন আমোরিম
রয়টার্স

আমোরিমের দল থেকে র‍াশফোর্ডের বাদ পড়া নিয়ে সম্প্রতি কথা বলেছেন দলটির সাবেক ডিফেন্ডার ওয়েস ব্রাউন। তাঁর মতে, আমোরিমের তৈরি করা মানদণ্ড অনুযায়ী খেলতে না পারার কারণেই বাদ পড়েছেন রাশফোর্ড। ব্রাউন বলেন, ‘এটা হতাশার যে সে স্কোয়াডে নেই। মনে হচ্ছে, কোচ শর্ত ঠিক করে দিয়েছেন যে “তুমি যদি স্কোয়াডে থাকতে চাও, তবে এই শর্তগুলো পূরণ করতে হবে। সেটা অনুশীলনে বা মাঠের বাইরে, যেখানেই হোক না কেন।”’

তবে এভাবে রাশফোর্ডকে হারানো দুঃখজনক হবে জানিয়ে ব্রাউন বলেছেন, ‘এটা খুবই দুঃখের ব্যাপার হবে যদি মার্কাস চলে যায়। কিন্তু একজন কোচকে একই আদর্শ নিয়ে কাজ করে যেতে হয়।’ পরিস্থিতি না বদলালে র‍াশফোর্ড হয়তো ইউনাইটেড ছাড়ার পথেই হাঁটবেন। এরই মধ্যে বিভিন্ন ক্লাবের সঙ্গে তাঁকে ঘিরে গুঞ্জনও শুরু হয়ে গেছে, যার মধ্যে আছে বার্সেলোনার নামও।

আরও পড়ুন

জানা গেছে, বার্সা নাকি এরই মধ্যে রাশফোর্ডকে কেনার জন্য প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে বার্সার পাশাপাশি টটেনহামসহ আরও কয়েকটি ক্লাবের আগ্রহের কথা সামনে এসেছে। ফুটবলে অবশ্য শেষ কথা বলে কিছু নেই। তাই রাশফোর্ডকে ঘিরে তৈরি হওয়া এই জটিলতার পরিণতি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।