সাউদাম্পটন ২: ৩ লিভারপুল
ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল না লিভারপুল। পিছিয়ে পড়েও আজ সাউদাম্পটনের মাঠ থেকে ৩-২ গোলে জয় নিয়ে ফিরেছে আর্নে স্লটের দল। ২-১ গোলে পিছিয়ে পড়ার পর মোহাম্মদ সালাহর জোড়া গোল ৩ পয়েন্ট এনে দিয়েছে লিভারপুলকে।
১২ ম্যাচে পাওয়া দশম জয়ে ৩১ পয়েন্ট হলো লিভারপুলের। সব প্রতিযোগিতা মিলিয়ে অবিশ্বাস্যভাবে টানা পাঁচ ম্যাচ হারা ্যানচেস্টার সিটির পয়েন্ট সমান ম্যাচে ২৩। চেলসি, আর্সেনাল ও ব্রাইটনের পয়েন্ট ২২। তবে গোলের হিসাবে চেলসি তিনে, আর্সেনাল চারে ও ব্রাইটন আছে পাঁচে।
সাউদাম্পটনের আজ প্রথম গোলটি করেছিল লিভারপুলই। ৩০ মিনিটে সাউদাম্পটনের রক্ষণ হাস্যকরভাবে বল তুলে দেয়ে দমিনিক সোবোসলাইয়ের পায়ে। সেই উপহার পেয়ে গোল করতে ভুলেননি হাঙ্গেরিয়ান তারকা।
১২ মিনিট পর সমতায় ফেরে সাউদাম্পটন। অ্যাডাম আর্মস্ট্রংয়ের পেনাল্টি ফিরিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারেননি লিভারপুল গোলরক্ষক কেলাহার। ফিরতি বলে আর্মস্ট্রং কেলাহারকে ফাঁকি দিয়ে গোল পেয়ে যান। ৫৬ মিনিটে এগিয়ে যায় সাউদাম্পটন। এবারের গোলটি ম্যাতেউস ফের্নান্দেসের।
পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণে সাউদাম্পটনকে ব্যতিব্যস্ত করে ফেলা লিভারপুল সমতা ফেরায় ৬৫ মিনিটে। রায়ান গ্রাভেনবার্চের পাস ডান পাশ থেকে আগুয়ান সালাহকে খুঁজে নেয়। সাউদাম্পটনের ডিফেন্সকে ফাঁকি দিয়ে বুটের ডগার টোকায় এগিয়ে আসা সাউদাম্পটন গোলরক্ষক ম্যাকার্থিকে পরাস্ত করেন সালাহ।
১৭ মিনিট পর পেনাল্টি পায় লিভারপুল। সালাহর ক্রস ঠেকাতে গিয়ে হ্যান্ডবল করেন সাউদাম্পটনের সুগাওয়ারা। দারুণ এক শটে গোল পেয়ে যান সালাহ।
হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন সালাহ। ৮৮ মিনিটের তাঁর শট পোস্টে প্রতিহত হয়।