বুন্দেসলিগায় মৌসুমসেরা বেলিংহাম
মৌসুমের শেষটা ছিল বিষাদভরা। জিতলেই শিরোপা নিশ্চিত—এমন ম্যাচে মাইনৎসের সঙ্গে ড্র করে সুযোগ হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। তা–ও পয়েন্ট ব্যবধানে নয়, স্রেফ গোল ব্যবধানে পিছিয়ে থাকায়!
শিরোপার খুব কাছে গিয়ে ডর্টমুন্ড খালি হাতে ফিরলেও মৌসুমটা স্মরণীয়ই হয়ে উঠেছে জুড বেলিংহামের। ১৯ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার ২০২২-২৩ মৌসুমে বুন্দেসলিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
আগের বছরগুলোতে লিগে বায়ার্ন মিউনিখ একক দাপট দেখালেও এবার তাদের চোখ রাঙানি দিয়েছে ডর্টমুন্ড। মৌসুমের শেষ ম্যাচের আগে বায়ার্নের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে ছিল দলটি। কিন্তু ড্র করায় আর ‘লিড’ ধরে রাখা যায়নি। বায়ার্ন কোলনকে হারিয়ে টানা ১১তম বুন্দেসলিগা জিতে নেয়। মৌসুমের শেষ ম্যাচটিতে মাঠে নামতে পারেননি বেলিংহাম। হাঁটুর চোটে ডাগআউটে বসে দলের স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে।
সব মিলিয়ে এবারের বুন্দেসলিগায় ৩১টি ম্যাচ খেলেছেন বেলিংহাম। গোল করেছেন ৮টি। তবে বেলিংহামের মূল ভূমিকা ছিল মাঠজুড়ে ডর্টমুন্ডকে জাগিয়ে রাখায়। এই মৌসুমে ডর্টমুন্ডের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৩২২ কিলোমিটার দূরত্ব দৌড়েছেন বেলিংহাম, প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে জিতেছেন ৪৮২টি ডুয়েল, যা লিগেরই সর্বোচ্চ।
বেলিংহামকে মৌসুম সেরার ঘোষণায় বুন্দেসলিগা ওয়েবসাইটে লেখা হয়, ‘মহা গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে বেলিংহামের অনুপস্থিতি অনুভব করেছে তাঁর দল।’
ডর্টমুন্ড বেলিংহামের অভাব অনুভব করতে পারে সামনের দিনগুলোতেও। তিন মৌসুম জার্মান ক্লাবটিতে কাটানোর পর এবার আর চুক্তি নবায়ন করেননি। ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের জন্য সমঝোতা হয়ে গেছে বেলিংহামের। আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি।
এরই মধ্যে রোববার ডর্টমুন্ড–সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়েছেন।