বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ট্রায়ালে অস্ট্রেলিয়াপ্রবাসী আরহাম

আরহাম ইসলাম আসছেন অনূর্ধ্ব–১৭ দলের ট্রায়ালেছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীর খেলা সময়ের ব্যাপার এখন। সবকিছু ঠিক থাকলে তিনি খুব শিগগির বাংলাদেশের জার্সিতে খেলবেন। এর মধ্যেই বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী এক অস্ট্রেলীয় ফুটবলারের বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরহাম ইসলাম নামের এই কিশোর ফুটবলারকে কম্বোডিয়ায় অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাথমিক দলে ডাকা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৭ দলের কোচ ও বাফুফের টেকিনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী। তিনি আজ প্রথম আলোকে বলেছেন, ‘আরহাম অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড এফসির একাডেমির খেলোয়াড়। তার বাবা বাফুফের টেকিনিক্যাল বিভাগে যোগাযোগ করে অনূর্ধ্ব ১৭ দলে ছেলেকে খেলানোর আগ্রহ প্রকাশ করেছে। আমরা আরহামের খেলার ভিডিও দেখেছি। প্রয়োজনীয় তথ্যাদি বিশ্লেষণ করেছি। দেশে এলে ওকে চূড়ান্তভাবে দেখব।’

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড ক্লাবের যুব একাডেমিতে আছেন আরহাম
ছবি: ইনস্টাগ্রাম

আরহামের জন্ম বাংলাদেশেই। ছোটবেলাতেই মা–বাবার সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যায় সে। তবে বাংলাদেশের জার্সিতে তাকে খেলানোর প্রক্রিয়াটা কঠিন কিছু না। বাফুফে ইতিমধ্যেই এএফসিতে আরহামের রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে। পরিবারের উদ্যোগে তার নতুন বাংলাদেশি পাসপোর্টও করানো হয়েছে।

কম্বোডিয়ায় ১৯ অক্টোবর থেকে এএফসি অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু হবে। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ফিলিপাইন, ম্যাকাও ও স্বাগতিক কম্বোডিয়া। এ জন্য এরই মধ্যে বিকেএসপিতে ২৭ ফুটবলারকে নিয়ে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। আরহাম এলে সে সরাসরি বিকেএসপিতে অনুশীলন ক্যাম্পে যোগ দেবে বলে জানিয়েছেন সাইফুল বারী। আরহামের ঢাকায় ১০ অক্টোবর আসার কথা।

কেমন খেলোয়াড় আরহাম? সাইফুল বারী জানান, ‘ভিডিও দেখে ভালো মনে হয়েছে, তবে তার সম্পর্কে পুরোপুরি বোঝা যাবে অনুশীলনের সময়। ভিডিও দেখে তো আর একজন খেলোয়াড় সম্পর্কে পুরোপুরি ধারণা করা সম্ভব নয়। দেশে আসুক, অনুশীলন করুক, দেখা যাক।’