হলান্ডের গোল দেখে এখন শুধু হাসেন আর্সেনালের খেলোয়াড়েরা
প্রথম চার ম্যাচে ৯ গোল। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বিধ্বংসী সূচনার রেকর্ডও গড়ে ফেলেছেন আর্লিং হলান্ড। এমন অবিশ্বাস্য ফর্মে থাকা স্ট্রাইকারের মুখোমুখি হওয়ার আগে নিশ্চিত ভয়ে কাঁপার কথা প্রতিপক্ষের। কিন্তু প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ আর্সেনালের খেলোয়াড়েরা বলছেন উল্টো কথা। হলান্ডকে গোল করতে দেখলে নাকি তাঁরা এখন হেসে লুটোপুটি খান!
আগামী রোববার প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সিটি ও আর্সেনাল। সেই ম্যাচ নিয়ে কথা বলেছেন আর্সেনালের জর্জিনিও। সেখানেই এসেছে হলান্ড প্রসঙ্গ। ইতালিয়ান তারকা বললেন হলান্ডকে গোল করতে দেখার অনুভূতির কথা।
গত রোববার টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে চার ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া আর্সেনাল। শনিবার হলান্ডের জোড়া গোলে টানা চতুর্থ জয় পেয়ে শীর্ষস্থান ধরে রাখা নিশ্চিত করে সিটি।
হলান্ডকে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করতে দেখে কেমন লেগেছে, এমন প্রশ্নের উত্তরে জর্জিনিও বলেন, ‘আর্লিং (হলান্ড) আবার গোল করেছে, এটা দেখে আমরা হাসতে শুরু করি।’
জর্জিনিওরা না হেসে করবেনই–বা কী! গোল করাটাকে যে হাস্যকর রকম সহজ বানিয়ে ফেলেছেন হলান্ড! তা ছাড়া হলান্ডকে থামানোর উপায় কি জানা আছে তাঁদের। আর কী সহজেই না গোলগুলো করে যাচ্ছেন নরওয়েজীয় স্ট্রাইকার! ‘নিরপেক্ষ’ দর্শক হিসেবে কাউকে গোল করতে দেখাটাই কি ফুটবলে সবচেয়ে বড় উপভোগ্য বিষয় নয়!
জর্জিনিও আরও জানান, শুধু হলান্ডদের খেলাই নয়, তাঁরা চেষ্টা করেন সব ম্যাচের খোঁজখবর রাখার, ‘আমরা ওদের (সিটি) খোঁজখবর রাখি। যেহেতু ফুটবল ভালোবাসি, তাই আমরা অন্য সব ম্যাচের খবরও রাখি। আমরা প্রিমিয়ার লিগকে ভালোবাসি, তাই সত্যি বলতে সব ম্যাচই দেখা হয়। ওদের (সিটি) ম্যাচ দেখা তো স্বাভাবিক ঘটনা। তবে এসব নিয়ে আমরা খুব একটা ভাবি না। আমাদের সব ভাবনা ও মনোযোগ থাকে নিজেদের নিয়ে, আমরা কী করতে চাই, সেটি নিয়ে।’