রোনালদোদের কোচ হচ্ছেন মার্তিনেজ

রবার্তো মার্তিনেজের অধীনে থাকা বেলজিয়াম কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়রয়টার্স

কাতার বিশ্বকাপের মাধ্যমে পর্তুগাল ফুটবলে ফার্নান্দো সান্তোস-অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। টানা আট বছর ক্রিস্টিয়ানো রোনালদোদের সঙ্গে থাকা সান্তোস বিশ্বকাপ-ব্যর্থতার পর কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

এবার তাঁর শূন্য হওয়া জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজ। এরই মধ্যে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও মার্তিনেজ সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছে বিবিসি।

মার্তিনেজ নিজেও বিশ্বকাপ-ব্যর্থতার পর বেলজিয়ামের পদ ছেড়েছিলেন। ৪৯ বছর বয়সী এই স্প্যানিশ কোচ বেলজিয়ামের দায়িত্বে ছিলেন ছয় বছর। তাঁর অধীন খেলে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল বেলজিয়াম।

আরও পড়ুন

তবে ২০২০ ইউরোয় অভিযান থেমে যায় কোয়ার্টার ফাইনালে। কিন্তু ২০২২ বিশ্বকাপে ঘটে মহাবিপর্যয়। অন্যতম ফেবারিট হিসেবে কাতারে গেলেও দ্বিতীয় রাউন্ডেই উঠতে পারেনি বেলজিয়াম। বেলজিয়াম তিন ম্যাচে মোটে ১ গোল করে মরক্কো ও ক্রোয়েশিয়ার পেছনে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে হইচই ফেলেছিলেন সান্তোস
রয়টার্স

পর্তুগাল অবশ্য কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। সান্তোসের অধীন ২০১৬ সালে ইউরো আর ২০১৯ সালে উয়েফা নেশনস লিগ জেতে পর্তুগাল। তবে কাতার বিশ্বকাপে তাঁর কিছু সিদ্ধান্ত ও কৌশল ঘিরে সমালোচনা ওঠে।

আরও পড়ুন

বিশেষ করে নকআউটের দুটি ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে না রাখার মতো দুঃসাহসী সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছিলেন। মরক্কোর কাছে হেরে পর্তুগাল শেষ আট থেকে বিদায় নিলে সান্তোসও আর দায়িত্ব চালিয়ে যেতে চাননি।

সান্তোস চলে যাওয়ার পর পর্তুগালের কোচ হতে আগ্রহ দেখিয়েছিলেন লুই ফন গাল। নেদারল্যান্ডসের দায়িত্ব ছেড়ে দেওয়া এই ডাচ কোচ বলেছিলেন, প্রস্তাব পেলে ভেবে দেখবেন। গুঞ্জন ওঠে পর্তুগালের জোসে মরিনিওকে নিয়েও।

তবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত মার্তিনেজেই আস্থা রাখছে।

আরও পড়ুন