‘যত দ্রুত সম্ভব’ লিগ জিতে ট্রেবলে মনোযোগ দিতে চায় পিএসজি

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বার্সার মুখোমুখি হবে পিএসজিরয়টার্স

শেষ মুহূর্তে নাটকীয় কিছু না ঘটলে লিগ আঁ-তে পিএসজির চ্যাম্পিয়ন হওয়া অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্তের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থাকায় লিগ ট্রফি নিয়ে চিন্তা নেই কিলিয়ান এমবাপ্পেদের। প্যারিসের ক্লাবটির চোখ এখন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ফ্রেঞ্চ কাপে।

পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, যত দ্রুত সম্ভব লিগ আঁ জিতে ফেলতে চায় তাঁর দল। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় ব্যক্তিগতভাবে বিশেষ অনুভূতির বলেও মন্তব্য করেছেন এই স্প্যানিশ।

ফ্রান্সের শীর্ষ লিগে দলের সংখ্যা ১৮, মৌসুমে ম্যাচ ৩৪টি করে। এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে পিএসজির পয়েন্ট ৫৬, দুইয়ে থাকা ব্রেস্তের ৪৬। সর্বশেষ তিন ম্যাচেই ড্র করে পয়েন্ট না খোয়ালে পিএসজির পয়েন্ট আরও বেশিই থাকত। আজ পিএসজি লিগ আঁতে মঁপেলিয়েরের মাঠে যাচ্ছে, যে দলটি ২৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে অবনমন এড়ানোর লড়াই করছে।

মঁপেলিয়ের লিগ পয়েন্ট তালিকায় ভালো অবস্থায় না থাকলেও তাদের হালকাভাবে নিচ্ছেন না পিএসজি কোচ এনরিকে, ‘এটা সহজ ম্যাচ হবে না। কারণ, প্রতিপক্ষের মাঠে খেলা কখনোই সহজ নয়। আমাদের প্রতিটি ট্রফির জন্য লড়াই করতে হবে, প্রতিটি ম্যাচই জিততে হবে। জয়ের ছন্দ ধরে রাখতে হবে।’

লিগে প্রতিটি জয়ই পিএসজিকে এগিয়ে দেবে ট্রফির দিকে। পিএসজি ওয়েবসাইটে মঁপেলিয়ের ম্যাচ-পূর্ব মন্তব্যে এনরিকে জানান, আগেভাগে লিগ শিরোপার অঙ্ক মিলিয়ে ফেলার লক্ষ্য তাঁর দলের, ‘কার চেয়ে কত পয়েন্টে এগিয়ে আছি, সেটা নিয়ে ভাবছি না। আমরা চাই যত দ্রুত সম্ভব চ্যাম্পিয়ন হতে। প্রতিটি ট্রফির জন্যই আমরা লড়াই করতে চাই।’

আরও পড়ুন

লিগ আঁ-র পাশাাপাশি পিএসজির সামনে ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ আছে এখনো। ফ্রেঞ্চ কাপে এমবাপ্পেরা এখন শেষ চারে, সেমিফাইনাল ৩ এপ্রিল। আর চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ১০ ও ১৬ এপ্রিল। এর মধ্যে প্রথম লেগ প্যারিসে, দ্বিতীয় লেগ বার্সেলোনায়। এই ম্যাচে নিজের সাবেক ক্লাবের মুখোমুখি হবেন এনরিকে।

পিএসজি কোচ লুইস এনরিকে
এএফপি

ব্যক্তি এনরিকের জন্য এটি বিশেষ অনুভূতিই বলেই উল্লেখ করেছেন পিএসজি কোচ, ‘আমি খুবই খুশি। আমার জন্য খুবই বিশেষ অনুভূতি। পিএসজি, বার্সেলোনা—দুই দলই এর আগে একাধিকবার নিজেদের মধ্যে খেলেছে। আমরা সৌভাগ্যবান যে স্পেনে আবার খেলব। আর স্প্যানিশরা নিজেদের দেশকে খুব ভালোবাসে। আমি সেই শহরে ফিরব, যেখানে আমার ক্যারিয়ারের বড় একটা সময় কেটেছে। সব মিলিয়ে পিএসজি-বার্সেলোনার মুখোমুখি হয়ে যাওয়াটা ভালো খবর। আমরা জানতামও যে একটা বড় দলই প্রতিপক্ষ হতে চলেছে। পিএসজি যে আরও সামনে যাওয়ার মতো দল, সেটা মাঠে খেলে দেখাতে হবে।’

আরও পড়ুন