চেলসির পরবর্তী কোচ কে
চেলসিতে গ্রাহাম পটারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, তা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা না। কোচ ছাঁটাইয়ে সিদ্ধহস্ত ইংলিশ ক্লাবটির ডাগআউটে গত শনিবার ১১তম হারের পরই খড়্গ নেমে আসে পটারের কাঁধে। ছাঁটাই করা হয়েছে তাঁকে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে—চেলসির পরবর্তী কোচ কে?
দলবদলের বাজার নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জোর দিয়ে ইউলিয়ান নাগলসমানের সম্ভাবনার কথা বলেছেন। গত ২৪ মার্চ নাগলসমানকে কোচ পদ থেকে ছাঁটাই করে বায়ার্ন মিউনিখ। এর পর থেকেই বেকার জার্মান কোচ। নিজের ইউটিউব চ্যানেলে রোমানো দাবি করেন, ‘চেলসির ভেতরে নাগলসমান জনপ্রিয় ব্যক্তিত্ব। বিশেষ করে চেলসির টেকনিক্যাল ডিরেক্টর ক্রিস্টোফার ভিভেল তাকে খুব পছন্দ করেন। তাই নাগলসমানকে বেছে নেওয়ার সুযোগ থাকছে চেলসির। ভেতরে–ভেতরে এ নিয়ে আলাপও চলছে, কয়েকটি প্রস্তাবও গেছে (চেলসি থেকে নাগলসমানের কাছে)।’
রোমানোর পর্যবেক্ষণ হচ্ছে, ‘নাগলসমানের পক্ষ থেকে এখন (চেলসির) পরিস্থিতি ভাবা হচ্ছে। কোচ কেমন বোধ করছেন, সেটাও গুরুত্বপূর্ণ। বায়ার্নে ছাঁটাই হওয়ার পর এমনিতেই খুব হতাশার মধ্যে আছেন নাগলসমান। চেলসিও বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে কেমন মানসিকতার মধ্য দিয়ে যাচ্ছেন নাগলসমান। তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নেওয়ার মতো পরিস্থিতিতে আছেন কি না, নাকি মৌসুম শেষে পারবেন—সেসবও ভাবছে চেলসি। কিন্তু চেলসি তাকে এখনই পাওয়ার চেষ্টা করবে। দেখা যাক, নাগলসমান এখন কী করেন। তবে এটা নিশ্চিত, চেলসির পছন্দের তালিকায় নাগলসমান সবার ওপরে।’
তবে পরিস্থিতি বিশ্লেষণ করে রোমানো বলেছেন, ‘নাগলসমান কিন্তু বায়ার্নে এখনো চুক্তির অধীনে আছেন। হ্যাঁ, বায়ার্ন তাকে ছাঁটাই করেছে কিন্তু চুক্তি বাতিল নিয়ে এখনো দুই পক্ষের সমঝোতা হয়নি। তাই চুক্তির মেয়াদ এখনো আছে, সেটা ২০২৬ পর্যন্ত। তাই নাগলসমান যদি চেলসির প্রস্তাবে রাজি হন, তাহলে তাদের বায়ার্নের সঙ্গেও সমঝোতা কিংবা ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত করবে হবে। চেলসির নাগলসমান ইস্যুতে এই বিষয়টি গুরুত্বপূর্ণ।’
চেলসির পছন্দের তালিকায় মরিসিও পচেত্তিনো থাকতে পারেন বলেও জানিয়েছেন রোমানো। যদিও চেলসি এই আর্জেন্টাইন কোচের সঙ্গে যোগাযোগ করেছে কি না, তা নিশ্চিত করতে পারেননি এই সংবাদকর্মী। শুধু এতটুকু জানিয়েছেন, গত বছর সেপ্টেম্বরে চেলসি টমাস টুখেলকে ছাঁটাই করার পর পচেত্তিনো পছন্দের তালিকায় বেশ ওপরে ছিলেন। গ্রাহাম পটারকে নেওয়ায় তখন পচেত্তিনোকে তাই আর কথা হয়নি। পচেত্তিনোকে নিয়ে চেলসি এখনো কিছু না বললেও টটেনহামের সাবেক এই কোচ নাকি ইংলিশ ক্লাবটির পছন্দের তালিকায় আছেন। তবে সময় হলেই সব বোঝা যাবে বলে জানিয়েছেন রোমানো। আবার অন্য একটি সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে গুঞ্জন আছে বাজারে। তেমন কোনো সম্ভাবনা তৈরি হলে পচেত্তিনোর প্রতি রিয়াল হাত বাড়াতে পারে বলে মনে করেন রোমানো।
লুইস এনরিকের কথাও বলেছেন রোমানো। স্প্যানিশ এই কোচ কিছুদিন আগে বলেছেন, তিনি প্রিমিয়ার লিগে কাজ করতে চান। এদিকে রোমানো জানিয়েছেন, চেলসির বোর্ডে এনরিকের অনুরাগী আছেন। দুইয়ে দুইয়ে চার মিলে যাওয়া তাই অসম্ভব কিছু না! রোমানো আরেকটি সম্ভাবনার কথাও বলেছেন, ‘আরেকটি গুঞ্জন শুনেছি। সেটি স্পোর্টিংয়ের পর্তুগিজ কোচ রুবেন আমোরিমকে নিয়ে। তিনি পর্তুগিজ ক্লাবটিতে অসাধারণ কাজ করেছেন। তাকে নিয়েও গুঞ্জন শুনেছি।’
অর্থাৎ, ইউলিয়ান নাগলসমান, লুইস এনরিকে ও রুবেন আমোরিমকে নিয়ে গুঞ্জন আছেন। পচেত্তিনোকেও সম্ভাবনা থেকে একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। আর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া ব্রুনো সালতোর যদি লিগ টেবিলে চেলসিকে ১১তম স্থান থেকে ভালো অবস্থানে তুলতে পারেন, তাহলে তাঁর সম্ভাবনাও কম নয়। অন্তত ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’–এর দাবি এমনই।